Rainfall Update West Bengal: এত গরমের পর বৃষ্টি কেবল ছুঁয়ে চলে যাবে না তো? স্বস্তি মিলবে তো!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সেই ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে তীব্র গরম। এতদিন ধরে টানা তীব্র গরমের পাশাপাশি তীব্র তাপপ্রবাহ খুব কম সময় দেখা গিয়েছে। তবে এবার হাওয়া অফিসের তরফ থেকে গোটা রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস (Rainfall Update West Bengal) দেওয়া হয়েছে। কিন্তু এই বৃষ্টির পূর্বাভাসেও বঙ্গবাসীদের মধ্যে থেকে সংশয় দূর হচ্ছে না।

Advertisements

টানা ২০ দিনের বেশি গরম চলার পর কেমন হবে বৃষ্টি তা নিয়েই বঙ্গবাসীদের মধ্যে সংশয়! সংশয় এত গরমের পর বৃষ্টি কেবল ছুঁয়ে চলে যাবে না তো? আগামী দিনে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই বৃষ্টির ফলে স্বস্তি ফিরবে তো দক্ষিণবঙ্গে! এই বিষয়েই শনিবার হাওয়া অফিসের তরফ থেকে কি জানানো হলো চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে এখনকার মতো পরিস্থিতি থাকবে না বলেই জানানো হয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গিয়েছে তাতে বঙ্গ জুড়ে স্থান বিশেষে আগামী ১০ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি পরবর্তী দিনগুলিতেও বৃষ্টির দেখা মিলতে পারে বলেও আশা করা হচ্ছে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন জেলায় কোন দিন বৃষ্টি হবে?

Advertisements

আরও পড়ুন ? La Nina: আসছে লা নিনা, তাপপ্রবাহের পর আরও এক চিন্তা! স্বস্তি নেই বাংলায়

৫ মে অর্থাৎ রবিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তবে কোথাও একটু বেশি, আবার কোথাও একটু কম বৃষ্টির মুখোমুখি হতে পারে জেলাগুলি। পাহাড়ি এলাকা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। এর থেকে কিছুটা কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও এই সকল জেলার কোন কোন জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার আবার কোন কোন জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।

এরপর ৬ মে অর্থাৎ সোমবার থেকে ৭ মে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকলেও ভালোই বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ৮ মে বুধবার রাজ্যের সমস্ত জেলাতেই মোটামুটি ভাবে একই রকম বৃষ্টির দেখা মিলবে। ৯ মে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ একটু কম হলেও আপাতত ১০ মে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর এই বৃষ্টির ফলে রাজ্যের সমস্ত জেলাতেই স্বস্তি নেমে আসবে বলে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা কমে ৩৫ থেকে ৩৬ ডিগ্রিতে পৌঁছাতে পারে।

Advertisements