নিজস্ব প্রতিবেদন : অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা মূলত পেনশনের টাকার উপর নির্ভর করেই সংসার থেকে শুরু করে সমস্ত কিছু চালিয়ে থাকেন। যে কারণেই পেনশনের টাকা সঠিক সময়ে ঢুকবে কিনা অথবা এর মধ্যে কোথাও কোনো গন্ডগোল হলো কিনা তা নিয়ে চিন্তায় থাকতে দেখা যায় পেনশনভোগীদের। তবে এবার এই সমস্ত চিন্তার দিন শেষ করে দিল কেন্দ্র। কেননা তারা ইতিমধ্যেই একটি পোর্টাল (Portal For Pensioners) বানিয়ে ফেলেছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় কেন্দ্র সরকার নতুন এই পোর্টালটি চালু করেছে। তবে এখনো এই পোর্টালের কাজ পুরোপুরি ভাবে শুরু হয়নি। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি ওই পোর্টালের কাজ শুরু হয়ে যাবে। নতুন এই পোর্টালের কাজ শুরু হলেই পেনশনভোগীদের আর বিভিন্ন কাজকর্মের জন্য কোথাও ছোটাছুটি করতে হবে না। বাড়িতে বসেই সমস্ত তথ্য পেয়ে যাবেন।
কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে পোর্টালটি তৈরি করা হয়েছে তার নাম হলো ইন্টিগ্রেটেড পেনশনার পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে ৫ ব্যাংকের পেনশন প্রক্রিয়া এবং পেমেন্ট পরিষেবা এক ছাদের তলায় চলে আসবে। ডেভলপমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনারস’ ওয়ালফেয়ারের পেনশন পরিষেবা ডিজিটাল এবং পেনশনভোগীদের আরও সহজতর পরিষেবা প্রদানের জন্যই নতুন এই পোর্টালের ব্যবস্থা। এই পোর্টালের কাজ পুরোদমে শুরু হয়ে যাওয়ার পর যে সকল সুবিধা পাবেন পেনশনভোগীরা চলুন দেখে নেওয়া যাক।
আরও পড়ুন ? Nabanna Notification: সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নয়া বিজ্ঞপ্তি নবান্নের, এলো নতুন বদল
পোর্টাল চালু হয়ে যাওয়ার পর ওই পোর্টালের মধ্যেই পেনশন সংক্রান্ত সমস্ত তথ্য যেমন পেনশন স্লিপ, লাইফ সার্টিফিকেট, ফর্ম ১৬ সমস্ত কিছু পেনশনভোগীরা দেখতে পাবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পর সেই লাইফ সার্টিফিকেট কোন অবস্থায় রয়েছে তা সম্পর্কে জানার জন্য পেনশনভোগীদের বারবার অফিসে ছুটে যেতে হয়। কিন্তু এই পোর্টালে এবার বাড়িতে বসেই পেনশনভোগীরা নিজেদের লাইফ সার্টিফিকেটের স্থিতি জানতে পারবেন। এছাড়াও এই পোর্টাল থেকেই ফর্ম ১৬ সার্টিফিকেট পাওয়া যাবে।
আগে এই ধরনের সুবিধা পেতেন সেই সকল পেনশনভোগীরা যাদের পেনশন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে হত। কিন্তু এবার যে ব্যবস্থা আনা হচ্ছে সেই ব্যবস্থার ফলে ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানারা ব্যাঙ্কের মতো ব্যাংকের পেনশনভোগিরাও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতোই সুবিধা পাবেন। এই নতুন পোর্টালের উদ্দেশ্য যেমন পেনশন পরিষেবাকে ডিজিটাল রূপ দেওয়া এবং পেনশনভোগীদের পেনশন প্রক্রিয়া সহজতর করা, ঠিক সেই রকমই আবার লক্ষ্য হলো স্বচ্ছতা আনা।