Nabanna Notification: সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নয়া বিজ্ঞপ্তি নবান্নের, এলো নতুন বদল

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে এখন চলছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের আগে থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের (WB Government Employees) মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে নানান অসন্তোষ দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই আন্দোলন এবং আদালতে যাওয়া আসা চললেও সেই সমস্যার এখনো সমাধান হয়নি। মূলত কেন্দ্রের সঙ্গে মহার্ঘ ভাতার বিশাল ফারাকের কারণেই এমন অসন্তোষ।

কেন্দ্র সরকার যেখানে লোকসভা নির্বাচনের আগে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করে ৫০ শতাংশে নিয়ে এসেছে, সেই জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত চার মাসে পর পর দুবার ডিএ-এর পরিমাণ বৃদ্ধি করেও ধারে কাছে আসতে পারেনি। এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ১৬ শতাংশ ডিএ পাচ্ছেন। তবে এসবের মধ্যেই এবার নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি (Nabanna Notification) জারি করে বড়বদল আনার ঘোষণা করে দেওয়া হলো।

রাজ্য সরকারের অর্থ দপ্তরের আওতায় থাকা ডিরেক্টোরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস গত ৩০ এপ্রিল এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। যে বিজ্ঞপ্তি রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্যের পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই পরিবর্তন সম্পর্কে না জানলে বেতন অথবা পেনশন সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তা সমাধানের জন্য আরও সমস্যায় পড়তে হতে পারে। কেননা রাজ্য সরকারের তরফ থেকে এবার কলকাতায় অবস্থিত পে অ্যান্ড অ্যাকাউন্টস-এর অফিসের স্থান পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। ঠিকানা পরিবর্তন করা হয়েছে পেনশন ডিসবার্সমেন্ট সেলেরও।

আরও পড়ুন 👉 Lithium Processing: চীনের ভরসা শেষ! এবার ব্যাটারির লিথিয়াম নিয়ে বড় পরিকল্পনা ভারতের

নবান্নের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিব স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৯ মে বৃহস্পতিবার থেকে পে অ্যান্ড অ্যাকাউন্টস এবং পেনশন ডিসবার্সমেন্ট সেলের কাজ নতুন ঠিকানায় হবে। নির্দেশিকায় বলা হয়েছে, এই সবকটি অফিস মির্জা গালিব স্ট্রিটে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কাজ হবে। এক্ষেত্রে দুটি অফিসের নতুন ঠিকানা কি হচ্ছে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং কোন কাজের জন্য যারা আসবেন তাদের ওই নতুন ঠিকানাতেই আসতে হবে।

পে অ্যান্ড অ্যাকাউন্টস-১এর নতুন ঠিকানা হিসাবে বলা হয়েছে, ১১এ মির্জা গালিব স্ট্রিটের পুরনো খাদ্য ভবনের চার তলা এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস-২এর তিন তলা ও চারতলা। অর্থাৎ এবার রাজ্য সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের নিজেদের প্রয়োজনে নতুন ঠিকানায় আসতে হবে। আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে আর পুরাতন ঠিকানায় গেলে হবে না।