Darjeeling Tour Cost Hiked: বিপাক বাড়ল দার্জিলিং ট্যুরে! এখন গাড়ি থেকে হোটেলের পিছনে খসছে বাড়তি এত টাকা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গে লাগাম ছাড়া গরম, আর এই লাগাম ছাড়া গরমে ভ্রমণপিপাসু বাঙালিদের অধিকাংশরা ঘুরতে যাওয়ার জন্য দার্জিলিং সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাকে বেছে নিচ্ছেন। গত কয়েক মাস ধরেই দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। কিন্তু সম্প্রতি দার্জিলিং ঘুরতে গিয়ে বিপাকে পড়তে দেখা যাচ্ছে পর্যটকদের। কেননা দার্জিলিং ট্যুরে গাড়ি থেকে হোটেল সব কিছুরই খরচ অনেকটাই বেড়ে (Darjeeling Tour Cost Hiked) গিয়েছে।

Advertisements

বর্তমানে দার্জিলিং, কালিম্পং সহ বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে পর্যটকদের ভিড় বাড়াতে দেখা যাচ্ছে। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে, আগে থেকে হোটেল বুকিং না করে গেলে অনেক পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছে। আবার এই বিপুলসংখ্যক পর্যটকদের আগমনের সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরাও বেশি মুনাফা তুলতে হোটেল চার্জ বাড়িয়ে দিয়েছেন।

Advertisements

শুধু বেশি মুনাফা তোলা নয়, এর পাশাপাশি দিন কয়েক আগেই দার্জিলিং, কালিম্পং সহ বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই চড়ে গিয়েছিল। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রিতে উঠেছিল আর কালিম্পংয়ের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৭ ডিগ্রিতে। এখন দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রিতে নেমে দাঁড়ালেও কালিম্পংয়ের সর্বোচ্চ তাপমাত্রা এখনও ২৩ ডিগ্রির কাছাকাছি রয়েছে। আর এই পরিস্থিতিতেও যেখানে ১৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে ভালো ভালো হোটেল পাওয়া যায়, তারাও এখন মোটা টাকা হাঁকাচ্ছেন।

Advertisements

আরও পড়ুন ? 5 Offbeat Travel Destinations: দার্জিলিং ঘুরতে যাওয়ার দিন শেষ! এবার পাহাড়ের এই ৫ জায়গায় ভিড় জমাচ্ছেন পর্যটকরা

অন্যদিকে পর্যটকদের দার্জিলিং হোক অথবা কালিম্পং, পৌঁছানোর জন্য নিউ জলপাইগুড়ি রেলস্টেশন বা শিলিগুড়ি বাস টার্মিনালে নেমে অন্য গাড়িতে চড়ে যেতে হয়। এক্ষেত্রে গাড়ির ভাড়াও এখন ৫০০ থেকে ১০০০ টাকা করে বেশি হাঁকাচ্ছেন গাড়ি চালকরা। মূলত পর্যটকদের ভিড় উপচে পড়ার কারণে একদিকে যেমন গাড়ি চালকরা বেশি ভাড়া হাঁকাচ্ছেন, ঠিক সেই রকমই আবার ১০ নম্বর জাতীয় সড়কের মাঝেমাঝেই বন্ধ হয়ে যাওয়া অথবা বেহাল অবস্থার কারণে বেশি দর হাঁকানো হচ্ছে।

এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বাজেটের বাইরে খরচ হয়ে যাচ্ছে পর্যটকদের। বাজেটের বাইরে খরচ হয়ে যাওয়ার কারণে অনেকেই সমস্যায় পড়ছেন। ঠিক সেই রকমই দার্জিলিং ঘুরতে যাওয়া এক পর্যটক মনোতোষ দাস জানিয়েছেন, “গাড়ি থেকে শুরু করে হোটেল সবেতেই এখন অনেক বেশি টাকা হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই আমরা যে বাজেট নিয়ে দার্জিলিং ঘুরতে এসেছিলাম তার থেকে বেশি খরচ হয়ে গিয়েছে। এই খরচ মেকআপ দিতে অন্যান্য খরচের উপর কাটছাট করতে হচ্ছে।”

Advertisements