নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে যানবাহনের সংখ্যার অভাব নেই। যানবাহন যত বেড়ে চলেছে ততই পথ নিরাপত্তা নিয়ে বাড়ছে চিন্তা। আর সরকার এই চিন্তা থেকেই বিভিন্ন সময় মোটর ভেহিকেল আইনে পরিবর্তন আনছে। এসবের মধ্যেই এবার ট্রাফিক পুলিশের তরফ থেকে নতুন ধরপাকড় শুরু করা হলো। যে সকল গাড়িতে সাদা LED লাইট (Vehicle White LED Light Penalty) লাগানো রয়েছে সেই সকল গাড়ি ধরপাকড় করা হচ্ছে।
লক্ষ্য করলে দেখা যাবে, রাতের অন্ধকারে এই ধরনের সাদা LED লাইট চরম অসুবিধা তৈরি করে। কোন যানবাহনের সামনে অপর দিক থেকে আসা কোন যানবাহনের সাদা LED লাইট চোখে পড়লে যেন সবকিছু ঝাপসা হয়ে যায়। আর এসবের ফলেই বাড়ছে দুর্ঘটনার প্রবণতা। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ এবার ধরপাকড় শুরু করল এবং জরিমানা আদায় শুরু করল।
মূলত ট্রাফিক পুলিশের তরফ থেকে সেই সকল যানবাহন আটকানো হচ্ছে যেগুলিতে সাদা LED লাইট লাগানো রয়েছে। এরপর দেখা হচ্ছে সেই সকল সাদা LED লাইট বাজার থেকে আলাদা করে ক্রয় করে লাগানো কিনা। যে সকল যানবাহনে বাজার থেকে আলাদা করে ক্রয় করা সাদা LED লাইট লাগানো হয়েছে সেই সকল যানবাহনের উপর জরিমানা আদায় করা হচ্ছে। ফলে যাদের এই ধরনের লাইট লাগানো রয়েছে তাদের এখন থেকেই সাবধান হয়ে যেতে হবে।
আমেদাবাদের পুলিশ এবং ট্রাফিক পুলিশ নতুন এই অভিযান শুরু করেছে। কমিশনারেট অফ ট্রান্সপোর্ট থেকে এই নিয়ম জারি করা হয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী চতুর্দিকে ধরপাকড় শুরু করা হয়েছে। তবে ঠিক কত টাকা করে জরিমানা করা হচ্ছে সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে শুধু আমেদাবাদ নয়, বাজার থেকে আলাদা করে ক্রয় করে সাদা LED লাইট ব্যবহার দেশের সব প্রান্তেই লক্ষ্য করা যায়।
ভারতের যে মোটর ভেহিকেল আইন রয়েছে সেই আইন অনুযায়ী যে কোন কোম্পানির যানবাহন ক্রয় করার পর তা মডিফাই করা দন্ডনীয়। আর এই ধরনের আলাদা করে এলইডি লাইট লাগিয়ে অনেকেই পথ নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। এমন ঘটনাই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন। তবে যে সকল সংস্থার যানবাহনে প্রথম থেকেই সাদা LED লাইট লাগানো রয়েছে তাদের কোন জরিমানার মুখোমুখি হতে হবে না। কারণ তাদের সেই সকল লাইট সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই লাগানো হয়।