AC Cabin for Loco Pilot: ট্রেনের চালক থেকে মোটরম্যান, সবার জন্য সুখবর দিল রেল, এখন মিলবে অনেক বেশি স্বাচ্ছন্দ্য

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় দু’কোটি মানুষ ভারতীয় রেলের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। একটি ট্রেনে কত সংখ্যক যাত্রী যাচ্ছেন তা বড় কথা নয়, বরং ওই ট্রেনের যাত্রীদের সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেওয়াই হলো ভারতীয় রেলের (Indian Railways) সবচেয়ে বড় লক্ষ্য।

ভারতীয় রেলের এই সবচেয়ে বড় লক্ষ্য পূরণের ক্ষেত্রে যাদের ঘাড়ে সবচেয়ে বেশি গুরু দায়িত্ব থাকে তারা হলেন লোকো পাইলট অর্থাৎ চালক থেকে শুরু করে মোটরম্যান ইত্যাদি। যে কারণে ট্রেনের চালক থেকে শুরু করে মোটরম্যানদের মানসিক দিক দিয়ে সুস্থ থাকার পাশাপাশি শারীরিক দিক দিয়েও সতেজ থাকতে হয়।

তবে লক্ষ্য করলে দেখা যাবে, এই মুহূর্তে ভারতে যে সকল ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকে তাদের অধিকাংশ ট্রেনের যাত্রীদের জন্য এসি কামরা থেকে শুরু করে নানান ব্যবস্থা থাকলেও চালকদের বা মোটরম্যান নেই। যে কারণে তাদের অনেক কষ্টেই ট্রেনকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যেতে হয়। এবার রেলের তরফ থেকে এবার এই বিষয়টির কথা মাথায় রেখে লোকো পাইলট ও মোটরম্যানদের জন্য সুবন্দোবস্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন 👉 Underwater Metro: গঙ্গার নিচে মেট্রোয় ভিড়ে নিয়ে আর চিন্তা করতে হবে না! নয়া ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ

এবার রেলের তরফ থেকে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি কম দূরত্বের যে সকল ট্রেন রয়েছে অর্থাৎ ইএমইউ লোকাল ট্রেনেও শীততাপ নিয়ন্ত্রিত কেবিনের বন্দোবস্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে এবার লোকাল ট্রেনের লোকো পাইলট ও মোটরম্যানরাও শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে বসে ট্রেন পরিচালনা করতে পারবেন। আর এর ফলে চালক থেকে শুরু করে মোটরম্যানরা মানসিক দিক দিয়ে সতেজ থাকার পাশাপাশি শারীরিক দিক দিয়েও সতেজ থাকবেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, তাদের তরফ থেকে ইতিমধ্যেই ২৪৬টি লোকাল ট্রেনের মোটরম্যানস কেবিন শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে। যার মধ্যে হাওড়া ডিভিশনে রয়েছে ১১০ টি এবং আসানসোল ডিভিশনে রয়েছে ১৩৬ টি। অন্যদিকে আগামী দিনে অন্যান্য লোকাল ট্রেনগুলির মোটরম্যানস কেবিনও শীততাপ নিয়ন্ত্রিত করার জন্য জোর কদমে কাজ চালানো হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।