নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল ব্যাংক রয়েছে সেই সকল ব্যাংকের মধ্যে বৃহত্তম ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরেই যে ব্যাংকের নাম উঠে আসে সে কি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)। এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য একটি খারাপ খবর দিল (PNB Notification)। যে খারাপ খবর হলো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার।
মূলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তারা একটি বিজ্ঞপ্তিও (PNB Notification) জারি করে দিয়েছে। যেখানে বিপুলসংখ্যক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কারণ জানানো হয়েছে। তবে যে কারণ জানানো হয়েছে তা এড়িয়ে যদি কেউ অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতে চান তাহলে তাদের দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের ব্যাংকের যে সকল অ্যাকাউন্টে তিন বছর ধরে কোন আর্থিক লেনদেন হয়নি, সেই সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। ব্যাংকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর একমাস পরেই সেই সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবে ব্যাংক কর্তৃপক্ষ। তবে এর মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে।
আরও পড়ুন ? Tax on Lottery: লটারিতে ১ কোটি জিতলে কত টাকা পাওয়া যায়! কত কেটে নেয় সরকার
ব্যাংকের তরফ থেকে গত ৩০ এপ্রিল দিনটিকে ঠিক করে আগের ৩ বছর দেখে নেওয়া হচ্ছে কোন কোন অ্যাকাউন্টে কোন আর্থিক লেনদেন হয়নি। এই তালিকায় যে সকল অ্যাকাউন্ট উঠে আসবে সেগুলিকে এক মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। তবে যদি এই তালিকায় আপনার কোন অ্যাকাউন্ট থাকে তাহলে দ্রুত ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং আর্থিক লেনদেন করতে হবে।
অন্যদিকে যে সকল অ্যাকাউন্টের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ২৫ বছরের কম বয়সী পড়ুয়াদের অ্যাকাউন্ট, নাবালকদের অ্যাকাউন্ট, SSY/PMJJBY/PMSBY/APY, DBT অ্যাকাউন্ট। এছাড়াও সেই সকল অ্যাকাউন্ট বন্ধ করা হবে না যেগুলি আদালতের নির্দেশে অথবা আয়কর বিভাগের নির্দেশে ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি যে সকল অ্যাকাউন্টের সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেগুলিও বাতিল করা হবে না। তবে এই বিশেষ ক্ষেত্রগুলি ছাড়া যাদের অ্যাকাউন্টে দীর্ঘ ৩ বছর ধরে কোন লেনদেন হয়নি, সেই সকল অ্যাকাউন্ট এক মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।