Tax on Lottery: লটারিতে ১ কোটি জিতলে কত টাকা পাওয়া যায়! কত কেটে নেয় সরকার

Prosun Kanti Das

Published on:

How much tax does the government have to pay on lottery winnings: বিনা পরিশ্রমে আয় করার ইচ্ছা কম-বেশি সকলেরই থাকে। ফলে অনেকেই বাড়িতে বসে বসে লটারি কাটেন। তবে লটারিতে পাওয়া টাকা যে সবার ভাগ্য থাকে তা না। এতে কারোর পৌষ মাসে তো কারো সর্বনাশ। তবে লটারি জিতে কারোর ভাগ্যের দাড় যদি খুলে যায় তাহলে তাকে আর পিছন ফিরে তাকাতে হয় না। তবে এই লটারি জিতলে পুরো টাকা হাতে পায় না বিজয়ী। তা থেকে কর (Tax on Lottery) প্রদান করতে হয় সরকারকে। জানেন তার পরিমাণ কত?

প্রসঙ্গত, পূর্বে আয়কর আইনের ব্যবস্থা ছিল না। ১৯৬১ সালে চালু হয় এই আয়কর আইন। যার ফলে নির্দিষ্ট পরিমাণ টাকার উপর কর প্রদান করতে হয় সরকারকে। এই অনুযায়ী লটারি জিতলেও টিডিএস কেটে নেয় সরকার। যার পরিমান বেশ মোটা অঙ্কের। মূলত অর্থের পরিমাণের উপর নির্ভর করেই এই TDS কাটে সরকার (Tax on Lottery)। আজকের প্রবন্ধে সেই পরিমাণই জানানো হয়েছে।

মূলত লটারি জেতা মানেই সরকারকে ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক। সরকারকে কর প্রদান না করলে সেই টাকা হাতে পায় না বিজয়ী। অনেকেই লটারিতে পুরস্কার জিতলে আয়কর কনসালট্যান্টের সাথে যোগাযোগ করেন। কিন্তু লটারির পুরস্কারের উপর কর দেওয়ার পরিমাণ কত?

আরও পড়ুন ? LIC Jeevan Shiromani Plan: লটারির ভাগ্যের খেলা অতীত! এবার LIC-র এই স্কিমই দিচ্ছে ১ কোটি

১৯৬১ সালের আয়কর আইনের ১৯৪B ধারা অনুযায়ী লটারিতে পাওয়া পুরস্কারের অঙ্কের উপর TDS কেটে নেয় সরকার। এক্ষেত্রে লটারির পুরস্কার যদি ১০ হাজার টাকার বেশি হয় তাহলে সেই অর্থের পরিমাণের উপর টিডিএস কাটা হয় ৩০%। এর পাশাপাশি সারচার্জ এবং সেস যোগ করে আরো ২% অতিরিক্ত কাটা হয়। ফলের সব মিলিয়ে প্রায় ৩২.২% কর (Tax on Lottery) প্রদান করতে হয় সরকারকে।

উদাহরণস্বরূপ বেশ কয়েকদিন আগেই ড্রিম ইলেভেনে দেড় কোটি টাকা লটারি জিতেছেন এক লরিচালক। ৪৯ টি দলের মধ্যে তিনি এই খেলায় বিজয়ী হয়েছেন। এমন অনেকেরই লটারি কেটে ভাগ্য উন্নতি ঘটেছে। তবে লটারি কাটা ভালো কিন্তু তা যদি নেশায় পরিণত হয় তা অত্যন্ত খারাপ। তাই লটারিতে পুরস্কার জেতার ইচ্ছা থাকলে বুঝে শুনে লটারির টিকিট কাটুন। তা না হলে বারবার কাটতে কাটতে তা নেশার পরিণত হয়ে যেতে পারে। যা ব্যক্তিকে অন্য পথে চালনা করতে পারে।