Rupankar Bagchi: গান শেখাচ্ছেন রূপঙ্কর বাগচী, মাসে মাসে কত টাকা লাগবে জেনে নিন

Prosun Kanti Das

Published on:

Advertisements

How much does Rupankar Bagchi charge for music lessons per month: বাংলা গানের জগতের অন্যতম তিনি। যার গানের সুরে মুগ্ধ হয় গান প্রেমীরা। তবে বেশ কিছু বছর আগে নিজের বক্তব্যে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। পরবর্তীতে সেই নিয়ে অনুশোচনাও করেন। কে তিনি? তিনি হলেন গানের জগতের অন্যতম শিল্পি রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। বর্তমানে জীবনের সমস্যা দূর করতে বেছে নিলেন অন্যতম পথ। শুরু করলেন গান শেখানো। সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে জানিয়েছেন তার এই গান শেখানো শুরুর কথা। খুলেছেন একটি অ্যাকাডেমি। কবে থেকে শুরু করেছেন এই কাজ? কোথায় এই অ্যাকাডেমি খুলেছেন? প্রকাশ্যে এলো সমস্ত তথ্য।

Advertisements

জানা গিয়েছে, করোনাকালীন সময়ে বাড়িতে বসে এই গান শেখানোর কাজ শুরু করেন অভিনেতা তথা গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। সেই সময় থেকে তিনি অনলাইনে তাঁর ক্লাস করাতেন। এই বিষয়ে নেটদুনিয়াতেও তিনি একটি পোস্ট করেছিলেন। জানিয়েছিলেন তাঁর গান শেখানোর কথা। পাশাপাশি অনেকে তাঁর কাছে গান শিখতে আসেন সে কথাও তিনি প্রকাশ করেছেন। তবে বর্তমানে তিনি অনলাইনে নয়, সামনাসামনি গান শেখাতে চান। সেই নিয়ে নেটদুনিয়ায় জানিয়েছেন তিনি। পাশাপাশি গান শিখতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের যোগাযোগ করার জন্য একটি নম্বরও শেয়ার করেছেন।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার হতেই এ বিষয়ে পোস্টের কমেন্ট বক্সে উঠে এসেছে নানান প্রশ্ন। যেমন কোথায় গান সেখান তিনি? মাসে কটা করে ক্লাস দেন? মাসে মাইনে কত নেন? বয়স সীমা কত লাগে ইত্যাদি।

Advertisements

আরও পড়ুন ? State Tree of West Bengal: পশ্চিমবঙ্গের রয়েছে রাজ্য গাছ! বাড়ির আশেপাশে থাকলেও অনেকেই জানেন না সেই নাম

প্রত্যুত্তরে গায়ক রূপঙ্কর জানান, তাঁর এই গানের অ্যাকাডেমি রয়েছে যাদবপুরে। যেখানে এখন অনেকেই গান শিখতে আসে। এর পাশাপাশি তিনি আরো জানান, তিনি পূর্বে অনেক অনলাইন ক্লাস করেছেন তবে বর্তমানে ছাত্র-ছাত্রীরা এলে অফলাইন গান শেখাবেন। গিটার বাজিয়ে গান শেখান তিনি। তবে কোনো সহকারী নয়, তিনি নিজেই ছাত্র-ছাত্রীদের গান শেখান।

পারিশ্রমিক কত? মাসে কটা করে ক্লাস নেন? এই প্রশ্নের উত্তরে রূপঙ্কর (Rupankar Bagchi) জানিয়েছেন, তিনি প্রতি মাসে ২টো করে গানের ক্লাস নেন। পাশাপাশি পারিশ্রমিক নেন মাথাপিছু ২০০০ টাকা করে। তবে এই গানের স্কুলে ভর্তি হলে প্রথমে কিছু টাকা দিয়ে ভর্তি হতে হবে। সেই অ্যাডমিশন ফিজ হল ৩০০০ টাকা। বয়স সংক্রান্ত প্রশ্ন উঠলে তিনি জানান, তাঁর গানের স্কুলে বয়সের কোনো সীমা ধার্য করা নেই। তাঁর কথায়, গান শেখার কোনো বয়স হয় না। তবে সর্বনিম্ন ৪ বছর বয়স থেকে ছাত্র-ছাত্রীরা গান শিখতে আসতে পারেন। পাশাপাশি বৃদ্ধরাও তাঁর কাছে গান শিখতে আসলে তিনি গান শেখাতে রাজি আছেন। তবে বর্তমানে এই নিয়ে তিনি নিজের জীবনকে গুছিয়ে নিতে চেষ্টা করছেন। পাশাপাশি ভক্তদের থেকে ভালবাসাও পাচ্ছেন এই বিষয়ে।

Advertisements