Here are 10 mind-blowing Hill Stations to visit this summer vacation in India: গরমের ছুটি মানেই বাঙালির প্রথম পছন্দ পাহাড়ি এলাকা। ঘুরতে যাবার জন্য বেশ আকর্ষণীয় কিছু পাহাড়ি এলাকা (Hill Stations in India) রয়েছে আমাদের এই ভারতেই। যেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য, ভারতবাসী ছাড়াও ভিড় জমায় দেশ-বিদেশের পর্যটকরা। আপনিও কি পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। আজকের প্রতিবেদনে ১০ টি মনমুগ্ধকর পাহাড়ি এলাকার খোঁজ রইল ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য।
1. মানালি
হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় টুরিস্ট স্পট মানালি। বিয়াস নদীর উপত্যকায়, কুল্লু উপত্যকার উত্তর প্রান্তে পর্বতশ্রেণী বেষ্টিত একটি হিলস্টেশন মানালি (Hill Stations in India)। আইন পরিচালনার দিক থেকে মূলত এটি কুল্লু জেলারই অন্তর্গত। এই এলাকার জনসংখ্যা ৩০ হাজারের কাছাকাছি।
2. শিমলা
হিমাচল প্রদেশের আরো একটি জনপ্রিয় টুরিস্ট স্পট শিমলা (Hill Stations in India)। শিমলা, হিমাচল প্রদেশের রাজধানী। শিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীণ রাজধানী হিসেবে ঘোষণা করা হয় ১৮৬৪ খ্রিস্টাব্দে।
3. দার্জিলিং
বাঙালি জাতির কাছে সব থেকে জনপ্রিয় পাহাড়ি এলাকা হল দার্জিলিং। দার্জিলিং মূলত শিবালিক পর্বত শ্রেণীতে অবস্থিত একটি শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরের উচ্চতা ৬৭০০ ফিট। কৃষি ক্ষেত্রে চা শিল্পের জন্য খুব বিখ্যাত দার্জিলিং। এছাড়া কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলের জন্য অত্যন্ত জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রটি।
4. মুসৌরি
ভারতের উত্তরাখান্ড রাজ্যের দেরাদুন জেলার অন্তর্গত একটি শৈল শহর ও বিখ্যাত পর্যটন কেন্দ্র মুসৌরি। হিমালয় পর্বতের গাড়োয়াল বিভাগ পাদদেশে এর অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১,৮৮০ মিটার। মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য মুসৌরিকে “পর্বতের রানী” বলা হয়।
5. নৈনিতাল
ভারতের উত্তরাখণ্ডের অন্তর্গত আরও একটি পর্যটন শহর নৈনিতাল (Hill Stations in India)। বহিঃস্থ হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত এই শহরটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ২০৪৮ মিটার। শহরটি পর্বত বেষ্টিত এমন একটি হ্রদের উপর অবস্থিত, যার আকৃতি অনেকটা নাশপাতির মত।
6. ঊটি
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি জেলার একটি শহর ঊটি। নীলগিরি পর্বতমালয় অবস্থিত একটি বিখ্যাত শৈল শহর ঊটি। মূলত টোডা জাতির লোকেরা এই এলাকার স্থায়ী বাসিন্দা। এই এলাকার অর্থনীতি নির্ভর করে পর্যটন শিল্প, ফটোগ্রাফিক শিল্প, কৃষিকাজ ও বিভিন্ন ভেষজ প্রক্রিয়াকরণের উপর।
7. মুন্নার
কেরালা জেলার অন্তর্গত একটি শহর মুন্নার শহরটি পশ্চিম ঘাট পর্বতমালার মাঝ বরাবর অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ মিটার উচ্চতায়। হানিমুন প্লেস হিসেবে এটি কাপলদের কাছে খুবই বিখ্যাত। মুন্নারকে দক্ষিণ ভারতের কাশ্মীর হিসেবে চিহ্নিত করা হয়।
8. কোড়গু
দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের একটি জেলা কোড়গু (Hill Stations in India)। পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত এই জেলাটির আয়তন ৪,১০২ বর্গ কিলোমিটার। একসময় এটি একটি আলাদা রাজ্য হলেও, বর্তমানে এটি কর্নাটকের মহীশূর বিভাগের অন্তর্গত।
9. মাউন্ট আবু
রাজস্থানের একটি বিখ্যাত শহর মাউন্ট আবু। শহরটি মূলত তার ঠান্ডা আবহাওয়ার জন্য বিখ্যাত। এছাড়া এখানে আছে সেরেনি লেক এবং দিলওয়ারা জৈন মন্দির। সব মিলিয়ে পর্যটকদের কাছে মাউন্ট আবু খুবই জনপ্রিয় একটি পার্বত্য এলাকা (Hill Stations in India)।
10. শিলং
মেঘালয় রাজ্যের রাজধানী শিলং এই শহরটি ভারত-ভুটান সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। খাসি পাহাড়ে ১৫০০ মিটার উচ্চতায় অবস্থিত শিলং। অতিরিক্ত বৃষ্টির জন্য এই এলাকা বেশ বিখ্যাত। এছাড়া এখানে রয়েছে পাইনের বন, জলপ্রপাত ও পাহাড়ি জলধারার বৈশিষ্ট্য।