Weather Update South Bengal: ঝমঝমিয়ে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় গরম থেকে মুক্তি! আর কতদিন চলবে দুর্যোগ! আবহাওয়ার খবর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রকৃতি কি জিনিস তা প্রত্যেকেই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দিন দুয়েক আগেই যেখানে এসি ছাড়া টেকা দায় হয়ে যাচ্ছিল, সেই জায়গায় এখন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এমন নেমেছে যে গরম থেকে মুক্তির পাশাপাশি ফিরে এসেছে স্বস্তি। দিন কয়েক ধরে দক্ষিণবঙ্গ জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি (Rain) আর ঝোড়ো হওয়ার কারণেই এমন মুক্তি মিলেছে।

Advertisements

তবে গরম থেকে মুক্তি মিললেও দুর্যোগের কারণে কিন্তু ফসলের ক্ষতি হতে দেখা যাচ্ছে। যে কারণে সাধারণ মানুষেরা এমন পরিস্থিতি চলুক এমনটা চাইলেও চাষিরা কিন্তু এই দুর্যোগ থেকে মুক্তি পেতে চাইছেন। এরই পরিপ্রেক্ষিতে এবার হাওয়া অফিসের তরফ থেকে মেগা আপডেট দেওয়া হল দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update South Bengal) নিয়ে।

Advertisements

বৃহস্পতিবার হাওয়া অফিসের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে তা থেকে জানা যাচ্ছে, শুক্রবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় স্থান বিশেষে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Weather Update: নামমাত্র না ঝেঁপে! এবার কেমন হবে বর্ষা, জানিয়ে দিল হাওয়া অফিস

শনিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী তিন জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোন কোন জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে শুক্রবারের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে স্থান বিশেষে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। এছাড়াও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১২ মে অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোন কোন অংশে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার হাওয়া অফিসের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী আপাতত রবিবার পর্যন্ত পুরোপুরি ভাবে এমন আবহাওয়া থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। ১২ তারিখ পর্যন্ত কোন না কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কারণে গরম থাকবে না বলেই আশা করা হচ্ছে।

Advertisements