নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতের অধিকাংশ পরিবারে পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস কানেকশন। রান্নার গ্যাস কানেকশন ছাড়া এখন চলে না বললেই চলে। তবে রান্নার গ্যাস (LPG) কানেকশন এখন সহজে পাওয়া গেলেও ব্যবহারকারীদের মূল অভিযোগ একটি জায়গাতেই আর সেটি হলো সিলিন্ডারের দাম। কেননা অধিকাংশের দাবি, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে।
যদিও ভোটের আগে কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের পিছনে একের পর এক ছাড় ঘোষণা করায় এখন দাম আয়ত্ত্বের মধ্যে চলে এসেছে। তবে এর থেকেও সস্তায় রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া সম্ভব। আরও ১০০ টাকা পর্যন্ত কমে রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Booking Discount) পাওয়া যেতে পারে। তবে এর জন্য বুকিংয়ের সময়ই আসল পদ্ধতি মেনে চলতে হবে।
মূলত এখন অধিকাংশ গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করে থাকেন রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে দেওয়া নম্বরে ফোন করে। বড় সংখ্যার উপভোক্তারা এই পদ্ধতিতে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার পাশাপাশি আবার অনেকেই রয়েছেন যারা বিভিন্ন UPI অ্যাপ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করে থাকেন এবং আগাম টাকা দিয়ে থাকেন। এক্ষেত্রে বুকিং করার সময় দেখে নিতে হবে কোন কোন ইউপিআই অ্যাপে রান্নার গ্যাসের বুকিংয়ে অফার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন ? LPG Price Dropped: ২০ টাকা নয়, কলকাতায় এই ধরনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমল ৪৯.৫০ টাকা
যেমন উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, এখন বহু পেটিএম গ্রাহকরা পেটিএম ইউপিআই অ্যাপের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং ছাড়াও বিদ্যুৎ বিল, মোবাইল রিচার্জ, dth রিচার্জ ইত্যাদির ক্ষেত্রে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য ন্যূনতম ৪৮ টাকা পেমেন্ট করতে হবে। সংস্থার তরফ থেকে বিভিন্ন ব্যবহারকারীদের বিভিন্ন রকম ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
পেটিএম ছাড়াও অ্যামাজন পে’তেও রান্নার গ্যাস বুকিং করার ক্ষেত্রে ৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। বহু গ্রাহক রয়েছেন যারা এই ছাড় পাচ্ছেন। এছাড়াও আবার অনেক গ্রাহক রয়েছেন যারা রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছেন। ঠিক এইরকমই পেটিএম অথবা অ্যামাজন পে ছাড়াও এরকম অনেক ইউপিআই অ্যাপ রয়েছে যেগুলি থেকে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করে অনেকটাই ছাড় পাওয়া যায়। স্বাভাবিকভাবেই এই সকল পদ্ধতিতে গ্রাহকরা অনেক সস্তায় রান্নার গ্যাস সিলিন্ডার পেতে পারেন।