HRA Rules: মাথায় হাত সরকারি কর্মচারীদের! ভাতা ফেরত দেওয়ার চিঠি সরকারের, সায় দিল আদালতও

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র হোক অথবা রাজ্য, সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা (DA) থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন। তবে এই ধরনের বিভিন্ন ভাতা দেওয়ার পর আবার সেই ভাতা ফেরতের জন্য সরকারের তরফ থেকে চিঠি পাঠানো হতে পারে তা অধিকাংশ সরকারি কর্মচারীদের কাছেই অবিশ্বাস্য। কিন্তু এবার এমনটাই ঘটলো।

Advertisements

সরকারের তরফ থেকে এক সরকারি কর্মচারীকে তার হাউস রেন্ট অ্যালাওয়েন্স (HRA) বাবদ পাওয়া টাকা ফেরতের জন্য চিঠি পাঠানো হয়েছে। ওই সরকারি কর্মচারী সেই টাকা ফেরত দিতে স্বাভাবিকভাবেই রাজি হননি এবং আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে আদালতেও সরকারের পক্ষে রায় দেওয়া হয়েছে এবং শেষমেষ ওই সরকারি কর্মচারীকে এইচআরএ ভাতার টাকা ফেরত দিতে বলা হয়েছে। এই ধরনের ঘটনা যদি আপনার ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে আপনাকেও কিন্তু সেই টাকার ফেরত দিতে হতে পারে।

Advertisements

ওই সরকারি কর্মচারী এইচআরএ বাবদ যে টাকা পেয়েছিলেন সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, জম্মু-কাশ্মীর সিভিল সার্ভিসেস বিধি ১৯৯২ অনুযায়ী। এক্ষেত্রে ওই সরকারি কর্মচারী মোট ৩ লক্ষ ৯৬ হাজার ৮১৪ টাকা এইচআরএ বাবদ দাবি করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সুপ্রিমকোর্ট তা ঠিক নয় বলে জানিয়েছে এবং ওই সরকারি কর্মচারীকে ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের ডিএ, এইচআরএ ইত্যাদি ন্যায্য প্রাপ্য হওয়া সত্বেও কেন এমনটা নির্দেশ দেওয়া হল?

Advertisements

আরও পড়ুন ? Central Government Employees: শুধু নয় DA, এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ছে এই ৯ ভাতাও

আসলে যে সরকারি কর্মচারীকে এইচআরএ বাবদ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই সরকারি কর্মচারীর বাবাও একজন সরকারি কর্মচারী ছিলেন। তিনি ২০১৪ সালের ৩০ এপ্রিল অবসর গ্রহণ করেছিলেন। তিনি পুলিশের ডিএসপি পদে ছিলেন। চাকরি করা কালীন তিনি যেমন এইচআরএ পেতেন, ঠিক সেই রকমই অবসর গ্রহণের পরও এইচআরএ পান। এক্ষেত্রে আবার তার ছেলে সরকারি কর্মচারী হওয়ার কারণে এইচআরএ পাচ্ছেন।

কিন্তু অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মচারী এবং তার ছেলে সরকারি কর্মচারী একই আবাসনে ভাগাভাগি করে থাকেন। যে কারণে নিয়ম অনুযায়ী দুজনেই এইচআরএ পেতে পারেন না। এরই পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মচারীর ছেলের থেকে এইচআরএ বাবদ টাকা ফেরতের জন্য নোটিশ দেওয়া হয়েছিল।

Advertisements