Indian Economy Growth: পিছনে পড়ে যাবে জাপান, চিন্তায় পড়বে চীন! এক বছরের মধ্যেই অর্থনীতিতে বড় ঝাঁপ দেবে ভারত

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরেই ভারতের অর্থনীতি (Indian Economy) বিশ্বের সামগ্রিক পরিস্থিতির তুলনায় বেশ স্থিতিশীল। এমনকি করোনাকালে যখন বিশ্বের অধিকাংশ শক্তিশালী দেশগুলির অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করেছিল, সেই সময়ও ভারত অর্থনৈতিক দিক দিয়ে একের পর এক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে স্থিতিশীল জায়গায় ছিল। আর এবার ভারতের অর্থনীতির উত্থান (Indian Economy Growth) নিয়ে একটি নতুন আপডেট পাওয়া গেল।

Advertisements

আন্তর্জাতিক দিক দিয়ে যখন ভারতের অর্থনীতি দিন দিন উন্নতির দিকে এগোচ্ছে সেই সময় ভারতের অর্থনীতি নিয়ে নতুন তথ্য সামনে আনলেন নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত। তিনি যা অনুমান করছেন তাতে ভারতের অর্থনীতি খুব তাড়াতাড়ি জাপানকে টপকে যাবে। আর জাপানকে টপকালেই চিন্তায় পড়ে যাবে চিন তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

অমিতাভ কান্ত যা অনুমান করছেন তাতে ২০২৫ সালের মধ্যেই ভারতের অর্থনীতি জাপানকে টপকে বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত হবে। এর আগে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি এই জায়গায় ২০২৭ সালে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছিল। তবে নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত মনে করছেন ২০২৫ সালেই ভারত এই জায়গায় পৌঁছে যেতে পারে। বর্তমান জিডিপি অনুযায়ী ভারত পঞ্চম স্থানে রয়েছে। ভারতের আগে যে সকল দেশগুলি রয়েছে সেগুলি হল আমেরিকা, চীন, জার্মানি, জাপান।

Advertisements

আরও পড়ুন ? Saayoni Ghosh Property: দেনায় ডুবে হাবুডুবু খাচ্ছেন উচ্চমাধ্যমিক পাশ তৃণমূল প্রার্থী সায়নী! ঝুলিতে রয়েছে কত সম্পত্তি

এক্ষেত্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসাবে আমেরিকার পরেই রয়েছে চীন। ভারত পঞ্চম স্থান থেকে ২০২৫ সালে চতুর্থ স্থানে পৌঁছে গেলে ভারতের আগে থাকবে কেবলমাত্র আমেরিকা, চীন এবং জার্মানি। আর ভারতের এমন অর্থনৈতিক উন্নতিতে স্বাভাবিকভাবেই চাপে পড়ে যাবে চীন তা নিয়ে কোন সন্দেহ নেই। ভারতের অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে লম্বা লম্বা ঝাঁপ দিচ্ছে তাতে অদূর ভবিষ্যতে উপরের তালিকায় থাকা দেশগুলিকেও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

যদি ভারতের অর্থনৈতিক পরিস্থিতির দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে, এক দশক আগে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী ভারত ছিল ১১ নম্বর স্থানে। সেখান থেকে ধীরে ধীরে ভারতের অর্থনীতি পরিষেবামূলক অর্থনীতি থেকে উৎপাদনমূলক অর্থনীতিতে পরিণত হতে শুরু করে। স্বাভাবিকভাবেই অর্থনৈতিক ভোলবদল আসতে শুরু করে। ২০২২ সালেই ভারত ব্রিটেনকে টপকে যায়, আর এখন পঞ্চম স্থানে রয়েছে। বর্তমানে ভারতের জিডিপি ৩.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে ভারতের জিডিপি ৮.৪ শতাংশের বিশাল বৃদ্ধি পেয়েছিল। এমনকি IMF ভারতের অর্থনীতির এমন বড় ঝাঁপ দেখে ২০২৪ এ ভারতের বৃদ্ধির পূর্বাভাস ৬.৫% থেকে বাড়িয়ে করা হয়েছে ৬.৮%। যেখানে ২০২২-২৩ এ ছিল ৭.২% এবং ২০২১-২২ এ ছিল ৮.৭%।

Advertisements