Vi 475 Plan Details: দরকার নেই ব্রডব্যান্ড, ওয়াইফাইয়ের! Vi-ধামাকা অফার, এবার এক রিচার্জে প্রতিদিন 4Gb ডেটা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মুকেশ আম্বানির জিও। মুকেশ আম্বানির Jio-এর পরই দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল। আর তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল। মূলত ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল প্রযুক্তি এবং পরিষেবার দিক দিয়ে পিছিয়ে পড়ার কারণেই আজ এই জায়গায় এসে পৌঁছেছে।

Advertisements

প্রযুক্তি এবং পরিসেবায় দিক দিয়ে পিছিয়ে পড়ার কারণে ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল লক্ষ লক্ষ গ্রাহক প্রতি মাসে অন্য নেটওয়ার্কে চলে যাচ্ছে। এই সকল গ্রাহকদের ধরে রাখতে এবার Vi নতুন নতুন অফার দিতে শুরু করলো, যে সকল অফার উপরের তালিকায় থাকা টেলিকম সংস্থাগুলির রাতের ঘুম কেড়ে নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements

Vi-এর যে সকল জনপ্রিয় রিচার্জ প্ল্যান রয়েছে সেই সকল জনপ্রিয় রিচার্জ প্ল্যানের মধ্যে এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেটি ব্যবহার করলে ব্রডব্যান্ড, ওয়াইফাই ইত্যাদির মত পরিষেবার প্রয়োজন হবে না বহু গ্রাহকদের। কেননা ওই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে 4Gb ডেটা দেওয়া হচ্ছে, তাও আবার 4G স্পিডে। এছাড়াও আরও একাধিক অফার দেওয়া হচ্ছে ওই রিচার্জ প্ল্যানের সঙ্গে। চলুন দেখে নেওয়া যাক Vi-এর ওই ধামাকা রিচার্জ প্ল্যান।

Advertisements

আরও পড়ুন ? Free Services in Train: টিকিট কনফার্ম হলেই রেলের থেকে বিনামূল্যে পাওয়া যায় এইসব পরিষেবা, অনেকেই জানেন না

Vi-এর যে রিচার্জ প্ল্যানটির কথা বলা হচ্ছে সেটির জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৪৭৫ টাকা (Vi 475 Plan Details)। ৪৭৫ টাকার রিচার্জ প্ল্যান ব্যবহার করে ভোডাফোন আইডিয়া গ্রাহকরা প্রতিদিন 4 Gb করে ডেটা পাবেন। তবে এখানেই শেষ নয়, কেননা এর সঙ্গে দেওয়া হচ্ছে আরও একগুচ্ছ সুযোগ সুবিধা। এর সঙ্গে দেওয়া হচ্ছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং যেকোনো নেটওয়ার্ককে আনলিমিটেড কথা বলার সুযোগ। রিচার্জ প্ল্যানটির বৈধতা হলো ২৮ দিন।

যে সকল ভোডাফোন আইডিয়া গ্রাহকরা ৪৭৫ টাকা রিচার্জ করবেন তারা রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ পাবেন। এছাড়াও প্রতিদিনের যে চার জিবি করে ডেটা দেওয়া হচ্ছে তা খরচ নাহলে সপ্তাহের শেষে ডেটা রোলওভারের সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ সপ্তাহের শেষে বেঁচে যাওয়া ডেটা খরচ করতে পারবেন গ্রাহকরা। শনিবার এবং রবিবার সেই ডেটা খরচ করার সুযোগ থাকবে। এছাড়াও প্রতিমাসে দু’জিবি করে ব্যাকআপ ডেটা দেওয়া হচ্ছে সংস্থার তরফ থেকে।

Advertisements