UTS new rules: চিন্তার দিন শেষ! এবার যেকোনো জায়গা থেকে যেকোনো স্টেশনের প্ল্যাটফর্ম আর অসংরক্ষিত টিকিট মিলবে অনলাইনে

Prosun Kanti Das

Published on:

Advertisements

In UTS new rules you can get unreserved tickets online from anywhere to any station: ভারতীয় পরিবহন ব্যবস্থার মূল ভিত বলা চলে ভারতীয় রেল পরিষেবাকে। পরিবহন ব্যবস্থার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ও বহুল ব্যবহৃত পরিষেবাটি হলো রেল পরিষেবা। শুধুমাত্র যাতায়াতের জন্য নয়, ভারতের বহু মানুষ নিজেদের জীবিকা নির্বাহের জন্য বেছে নিয়েছেন রেলপথকেই। অনেক দূরের পথ পারি দেওয়াই হোক বা নিত্য দিনের যাতায়াত, বেশিরভাগ মানুষের প্রথম ভরসা রেলপথ। তাই সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক নিত্য নতুন প্রকল্প (UTS new rules) চালু করে চলেছে রেল কর্তৃপক্ষ।

Advertisements

ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রী সুবিধার্থে আরো একটি নতুন প্রকল্পের প্রচলন করা হলো। ইউটিএস অ্যাপ (UTS new rules) বা আন রিসার্ভড টিকিট বুকিং সিস্টেম থেকে জিও ফেন্সিংয়ের সীমার উপর নির্ধারিত নিষেধাজ্ঞা তুলে দেওয়া হল। অর্থাৎ এখন থেকে ভারতবর্ষের যে কোন জায়গা থেকে যে কোন স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ও অসংরক্ষিত টিকিট কাটতে পারবেন যাত্রীরা। হঠাৎ করে কোথাও যাওয়ার প্ল্যান হলে, এই অ্যাপ যাত্রীদের টিকিট সংরক্ষণে সহায়তা করতে পারবে।

Advertisements

আগের নিয়ম অনুযায়ী, আনহিজার্ভ টিকিট বুকিং সিস্টেম অ্যাপ (UTS new rules) থেকে কোন স্টেশনের টিকিট সংরক্ষণ করতে হলে যাত্রীকে নির্দিষ্ট স্টেশনটির ৫০ কিলোমিটার পরিধীর মধ্যেই থাকতে হতো। তার বাইরে বেরিয়ে গেলে স্টেশনের টিকিট কাটা সম্ভব হতো না ইউটিএস অ্যাপ থেকে। জিও ফেন্সিংয়ের এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হল রেল কর্তৃপক্ষের তরফ থেকে। এখন থেকে আর কোন স্টেশনের টিকিট সংরক্ষণ করার জন্য স্টেশনের কাছাকাছি আসার প্রয়োজন পড়বে না যাত্রীর।

Advertisements

আরও পড়ুন ? Bharat Gaurav Train From WB: আরও সহজে, আরও কমে হবে রামলালা দর্শন! ট্রেনে চড়া যাবে বাংলার এই ৩ স্টেশন থেকে

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমনই তথ্য তুলে ধরলেন রেলের সিনিয়র ডিভিশন কমার্শিয়াল ম্যানেজার সৌরভ কাটারিয়া। সাক্ষাৎকারে তিনি বলেন, এখন থেকে যাত্রীরা যেকোনো জায়গায় বসে যে কোন স্টেশনের টিকিট কাটতে পারবে। এমনকি বাড়ি বসেও ইউটিএস অ্যাপের (UTS new rules) মাধ্যমে যে কোন স্টেশনের টিকিট সংরক্ষণ করতে পারবে যাত্রীরা। এতে টিকিট সংরক্ষণ করা নিয়ে সমস্যা আরো অনেকটাই কমে যাবে।

ইউটিএস অ্যাপে (UTS new rules) জিও ফেনসিং এর এই সীমারেখা তুলে দেওয়ার ফলে, সব থেকে বেশি উপকৃত হবেন নিত্যযাত্রীরা। নির্দিষ্ট স্টেশনের টিকিট সংরক্ষণ করার ক্ষেত্রে ইউটিএস অ্যাপের ব্যবহার করলে দূরত্বের সীমারেখার মধ্যে থাকা নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয় অনেক যাত্রীদের। সেই সমস্যা আর ভোগ করতে হবে না কাউকে। হঠাৎ করে কোন স্টেশনে যাবার প্রয়োজন হলে শুধুমাত্র ট্রেনের টিকিট নয়, প্ল্যাটফর্ম টিকিটও ইউটিএসের মাধ্যমে একই পদ্ধতিতে কাটতে পারবে যাত্রীরা।

Advertisements