নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল ব্যাঙ্ক রয়েছে সেই সকল ব্যাঙ্কের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI)। জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসাবে দিন দিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে। দেশের সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা থাকার কারণে এই ব্যাঙ্কের তরফ থেকে যখনই কোন বদল আনা হয় তখনই তা দেশের সবচেয়ে বেশি গ্রাহকদের উপর প্রভাব ফেলে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি তাদের স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপর সুদের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। গত ১৫ মে থেকে নতুন সুদের হার লাগু করা হয়েছে। সুদের হার বৃদ্ধি করার ফলে দেশের কোটি কোটি গ্রাহকদের উপর তা প্রভাব ফেলবে। সুদের হার বৃদ্ধি করার পর এখন গ্রাহকরা ফিক্সড ডিপোজিটের উপর কত পরিমাণ সুদ পাবেন সেই তালিকা (SBI New FD Rates) ব্যাঙ্কের তরফ থেকে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সাধারণ নাগরিকদের সুদের হার: ৭ থেকে ৪৫ দিনের ক্ষেত্রে স্থায়ী আমানতে সুদের হারে কোন পরিবর্তন করা হয়নি। সুদ পাওয়া যাবে ৩.৫%।
৪৬ থেকে ১৭৯ দিনের ক্ষেত্রে আগে যেখানে সুদের হার ছিল ৪.৭৫ শতাংশ, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫.৫০ শতাংশ।
১৮০ দিন থেকে ২১০ দিনের জন্য আগে যেখানে সুদের পরিমাণ ছিল ৫.৭৫ শতাংশ, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৬ শতাংশ।
২১১ দিন থেকে এক বছরের কম সময়ের জন্য আগে সুদ পাওয়া যেত ৬ শতাংশ, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৬.২৫ শতাংশ।
এক বছর থেকে দুই বছরের কম সময়ের জন্য আগে সুদ পাওয়া যেত ৬.৮%, এখনো সুদ পাওয়া যাবে ৬.৮%।
দু’বছর থেকে তিন বছরের কম সময়ের জন্য আগে সুদ পাওয়া যেত ৭ শতাংশ, এখনো সুদ পাওয়া যাবে ৭ শতাংশ।
তিন বছর থেকে পাঁচ বছরের কম সময়ের জন্য আগে যা সুদ পাওয়া যেত সেই একই সুদ রাখা হয়েছে। সুদের পরিমাণ হলো ৬.৭৫ শতাংশ।
পাঁচ বছর থেকে ১০ বছরের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আগে যা সুদ পাওয়া যেত এখনো তাই পাওয়া যাবে। সুদের পরিমাণ ৬.৫%।
প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার: ৭ থেকে ৪৫ দিনের ক্ষেত্রে স্থায়ী আমানতে সুদের হারে কোন পরিবর্তন করা হয়নি। সুদ পাওয়া যাবে ৪%।
৪৬ থেকে ১৭৯ দিনের ক্ষেত্রে আগে যেখানে সুদের হার ছিল ৫.২৫ শতাংশ, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৬ শতাংশ।
১৮০ দিন থেকে ২১০ দিনের জন্য আগে যেখানে সুদের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৬.৫ শতাংশ।
২১১ দিন থেকে এক বছরের কম সময়ের জন্য সুদের হার বাড়িয়ে করা হয়েছে ৬.৭৫ শতাংশ।
আরও পড়ুন ? SBI WeCare FD: SBI গ্রাহকদের জন্য সুখবর, এবার আরও ৫ মাস মিলবে এই প্রকল্পে সুবিধা
এক বছর থেকে দুই বছরের কম সময়ের জন্য আগে সুদ পাওয়া যেত ৭.৩%, এখনো সুদ পাওয়া যাবে ৭.৩%।
দু’বছর থেকে তিন বছরের কম সময়ের জন্য আগে সুদ পাওয়া যেত ৭.৫ শতাংশ, এখনো সুদ পাওয়া যাবে ৭.৫ শতাংশ।
তিন বছর থেকে পাঁচ বছরের কম সময়ের জন্য আগে যা সুদ পাওয়া যেত সেই একই সুদ রাখা হয়েছে। সুদের পরিমাণ হলো ৭.২৫ শতাংশ।
পাঁচ বছর থেকে ১০ বছরের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আগে যা সুদ পাওয়া যেত এখনো তাই পাওয়া যাবে। সুদের পরিমাণ ৭.৫%।
অমৃত কলশ: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৪০০ দিনের এই যে ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে, তাতে সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৭.১ শতাংশ, অন্যদিকে প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৬% সুদ।