SBI WeCare FD: SBI গ্রাহকদের জন্য সুখবর, এবার আরও ৫ মাস মিলবে এই প্রকল্পে সুবিধা

নিজস্ব প্রতিবেদন : বৃহত্তম ব্যাঙ্ক হিসাবে যে সকল ব্যাঙ্কের নাম উঠে আসে সেই তালিকায় সবার প্রথমে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), দেশে যে ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা কোটি কোটি। স্বাভাবিকভাবেই বৃহত্তম এমন একটি ব্যাংকের তরফ থেকে কোন ঘোষণা বা পরিবর্তন আনলেই তা বিপুলসংখ্যক গ্রাহকদের উপর প্রভাব ফেলে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বছরের বিভিন্ন সময় গ্রাহকদের ভালো খবর দেওয়া হয়। ঠিক সেই রকমই এবার তাদের তরফ থেকে কোটি কোটি গ্রাহকদের একটি সুখবর দেওয়া হয়েছে। নতুন সেই সুখবর অনুযায়ী গ্রাহকরা একটি কিনে আরও ৫ মাস বিনিয়োগ করার সুযোগ পাবেন। যে স্কিমে অন্যান্য স্কিমের তুলনায় সুদ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বাড়তি সুবিধা প্রদান করা হয়।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে স্কিমটির কথা বলা হচ্ছে সেটি হল উইকেয়ার ফিক্সড ডিপোজিট স্কিম (SBI WeCare FD)। এই প্রকল্পের বিনিয়োগ করার জন্য ব্যাংকের তরফ থেকে শেষ দিন হিসাবে বলা হয়েছিল ২০২৪ সালের ৩১ মার্চ। তবে এই প্রকল্পের প্রতি গ্রাহকদের আগ্রহ দেখে ব্যাংকের তরফ থেকে তা আরও বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হলো। ব্যাংকের তরফ থেকে এই প্রকল্পের বিনিয়োগের জন্য নতুন শেষ সময়সীমা হিসাবে ৩০ অক্টোবর বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন 👉 Amrit Kalash SBI: ৪০০ দিনের জন্য টাকা রাখলেই মোটা সুদ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মেয়াদ বাড়াল এই প্রকল্পের

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উইকেয়ার ফিক্সড ডিপোজিট স্কিম এমন একটি ফিক্সড ডিপোজিট স্কিম যাতে কেবলমাত্র প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে যে সকল বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন তারা অন্যান্য ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি সুদ পান। ৭.৫% হারে সুদ দেওয়া হয়। বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা পাঁচ থেকে দশ বছরের মেয়াদ বেছে নিতে পারেন। নতুন অথবা পুনর্নবীকরণ বিনিয়োগের ক্ষেত্রে একই সুদ দেওয়া হবে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফ থেকে।

এই প্রকল্প কেন অন্যান্য প্রকল্পের তুলনায় বেশি লাভজনক? সাধারণত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের তুলনায় ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পেয়ে থাকেন প্রবীণ নাগরিকরা। তবে উইকেয়ার ফিক্সড ডিপোজিট প্রকল্পে যে সকল প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করেন তারা অন্যান্য ফিক্সড ডিপোজিটের তুলনায় ১০০ বেসিস পয়েন্ট অর্থাৎ ১ শতাংশ বেশি সুদ পাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই প্রকল্প প্রবীণ নাগরিকদের কাছে ঝুঁকিহীন বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রকল্প হয়ে দাঁড়িয়েছে।