PF New Rules: কাঠখড় পোড়ানোর দিন শেষ! এবার টুক করে টাকা তোলা যাবে PF-এর, বাড়ল সুবিধা

Prosun Kanti Das

Published on:

Advertisements

As a result of the new rules there will be no more difficulty in withdrawing money from PF: ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কাজ করে এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এটি কর্মচারীদের ৩ টি বিশেষ সুবিধা নিশ্চিত করে। কর্মচারীদের প্রাথমিক পেনশন প্রকল্প, ভবিষ্যতের তহবিল এবং ১ টি মৃত্যু কালীন জীবন বীমা করা থাকে এই প্রকল্পের আওতায়। কিছুদিন আগে ইপিএফওর অ্যাকাউন্ট নিয়ে নতুন ১ টি নিয়ম চালু করা হয়েছে। কোন ব্যক্তি যদি কর্মসূত্রে কোন কোম্পানি পরিবর্তন করেন, সেক্ষেত্রে ইপিএফ অ্যাকাউন্ট নিজে থেকেই নতুন কোম্পানির নামে পরিবর্তিত হয়ে যাবে। তার জন্য আলাদা করে কোন ঝামেলা পোহাতে হবে না সেই ব্যক্তিকে। বর্তমানে ইপিএফওর তরফ থেকে আরও নতুন কিছু নিয়ম (PF New Rules) চালু করা হয়েছে।

Advertisements

এখন থেকে ইপিএফওর অন্তর্ভুক্ত গ্রাহকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা নিয়ে আর কোন ঝামেলা পোহাতে হবে না। গ্রাহকদের কথা মাথায় রেখে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার নিয়মে বেশ কিছু পরিবর্তন করেছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এই অ্যাকাউন্টটির অ্যাক্সেস আগের তুলনায় অনেক সহজ হয়ে গেল গ্রাহকদের কাছে। সম্প্রতি এই বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এই কেন্দ্রীয় সরকারি সংস্থাটি। আপনি যদি এখনো সেই সমস্ত নিয়ম সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিতে পারেন প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নতুন নিয়মাবলী (PF New Rules)।

Advertisements

এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ডের পুরোনো নিয়ম অনুযায়ী, ফান্ডের টাকা তুলতে গেলে গ্রাহককে তার অ্যাকাউন্টের পাস বইয়ের একটি প্রতিকৃতি এবং বাতিল করা চেক জমা দিতে হতো বাধ্যতামূলকভাবে। কিন্তু বর্তমান নিয়ম (PF New Rules) অনুযায়ী, এই নথিপত্র গুলির প্রয়োজনীয়তা ফুরিয়েছে। এখন ব্যাংকের পাস বইয়ের ছবি এবং বাতিল চেক ছাড়াই তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এখন থেকে টাকা তোলা গ্রাহকদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। বেশ কিছু গ্রাহক ব্যাংকের পাস বই আর বাতিল চেক ছাড়াই প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য আবেদন করেছিলেন। সেগুলি বাতিল করা হয়েছিল একসময়। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সেই সমস্ত গ্রাহকরাও দ্রুত টাকা হাতে পেয়ে যাবেন।

Advertisements

আরও পড়ুন ? Bus Location Tracking App: ৬ বছর আগের অ্যাপ ফের আসছে নাম বদলে, দুর্দান্ত সুযোগ পাবেন বাস যাত্রীরা

বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ক্ষেত্রে আর অফলাইন আবেদন করার প্রয়োজন নেই। এখন থেকে অনলাইনে আবেদন করা যাবে টাকা তোলার জন্য। টাকা তোলার ক্ষেত্রে নতুন কিছু নিয়ম (PF New Rules) জারি করেছে ইপিএফও:

  • প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য আবেদন করার আগে নির্দিষ্ট ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করানো বাধ্যতামূলক।
  • আবেদন করার আগে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি ক্লিয়ার করা আছে কিনা, জেনে নিতে হবে গ্রাহককে। যদি তা না থাকে, তবে অনলাইনে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও ব্যাংকের কেওয়াইসি ক্লিয়ার করাতে পারবেন।
  • আবেদনকারী যে সংস্থায় কর্মরত রয়েছে, সেই সংস্থাটি আবেদনকারীর ব্যাংকিং তথ্য যাচাইয়ের জন্য ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট ব্যবহার করতে পারেন।
  • নতুন নিয়ম (PF New Rules) অনুযায়ী, কোন ব্যক্তির ব্যাংকের কেওয়াইসি যাচাইয়ের ক্ষেত্রে কোন বাধা না এলে নতুন করে কোন নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়বে না প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার সময়।
  • কোন ব্যক্তির কাছে যদি ব্যাংকের পাস বই অথবা চেক বই ২ টির মধ্যে যে কোন একটি না থাকে, তাহলে অপরটি দিয়েই প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য আবেদন করতে পারবেন সেই ব্যক্তি।

আবেদন পদ্ধতি

আগের মতন ব্যাংকের আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর অবশ্যই জমা করতে হবে ইপিএফওর দপ্তরে। অনলাইন আবেদনের ক্ষেত্রে লগইন করার সময় গ্রাহককে ব্যবহার করতে হবে ইউএএন নম্বর। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি জেনারেট হবে। ওটিপিটি পোর্টালে বসালেই নির্দিষ্ট ব্যক্তির ইপিএফও অ্যাকাউন্টটি খুলে যাবে। সেখান থেকে এক্কেবারে সহজ পদ্ধতিতে টাকা তোলার জন্য আবেদন করতে পারবেন যেকোন গ্রাহক। তবে প্রভিডেন্ট ফান্ডের নতুন নিয়মগুলি (PF New Rules) শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণ অব্দি অর্থের জন্যই প্রযোজ্য।

Advertisements