Bus Location Tracking App: ৬ বছর আগের অ্যাপ ফের আসছে নাম বদলে, দুর্দান্ত সুযোগ পাবেন বাস যাত্রীরা

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবার মতই ভারতীয় নাগরিকদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিষেবা হলো বাস পরিষেবা (Bus Service)। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় বাস পরিষেবার গুরুত্ব অপরিসীম। তবে রেল পরিষেবার ক্ষেত্রে যে সকল সুবিধা পাওয়া যায় তা কখনোই বাস পরিষেবায় দেওয়া সম্ভব নয়। যদিও রাজ্য পরিবহন দপ্তর এই বিষয়ে কোনো খামতি রাখে না বা রাখতে চায় না।

ট্রেনে সফর করার সময় যাত্রীরা প্ল্যাটফর্মে দাঁড়িয়েই জানতে পারেন তাদের ট্রেন কোথায় রয়েছে অথবা ট্রেনে যেতে যেতেও জানতে পারেন এখন তিনি কোথায় রয়েছেন। মূলত জিপিএস পদ্ধতিতে ব্যবহার করে অ্যাপের মাধ্যমে এমন পরিষেবা দেওয়া হয়ে থাকে। কিন্তু বাস পরিষেবার ক্ষেত্রে এই ধরনের পরিষেবা বর্তমানে নেই। তবে বাস পরিষেবার ক্ষেত্রে ৬ বছর আগেও এমন পরিষেবা দেওয়ার জন্য চালু হয়েছিল পথদিশা নামে একটি অ্যাপ। এবার সেই অ্যাপটির নাম বদলে ফের লঞ্চ হতে চলেছে।

ট্রেনের মতোই সরকারি বাসের অবস্থান (Bus Location Tracking App) কোথায় তা জানানোর জন্য ৬ বছর আগে পথদিশা নামে ওই অ্যাপটি চালু করেছিল পরিবহন দপ্তর। সময়ের পরিপ্রেক্ষিতে ওই অ্যাপ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছিল। বাসে যাতায়াত করার সময়ের পাশাপাশি স্টপেজে দাঁড়িয়ে বাস কোথায় রয়েছে তা জানা যেত। এতে ব্যাপকভাবে উপকৃত হতেন যাত্রীরা। এমনকি বাসের অবস্থান দেখে অনেকেই বাড়ি থেকে বের হতেন।

আরও পড়ুন 👉 New Health Scheme: স্বাস্থ্য সাথী, আয়ুষ্মান ভারত অতীত! এবার কেন্দ্রের নতুন প্রকল্পে মিলবে পর পর নতুন সুবিধা

তবে এমন একটি পরিষেবার ক্ষেত্রে বাধ সাধে করোনা। করোনার সময় বাস পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে বাস পরিষেবা ফের চালু হলেও পথদিশা অ্যাপের পরিষেবা আর চালু হয়নি। তবে এই অ্যাপটি পুনরায় চালু করার জন্য বিভিন্ন মহলের তরফ থেকে বারবার দাবি তোলা হচ্ছিল। অবশেষে সেই সকল দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে আবারো সেই অ্যাপ ফিরে আসছে নতুন নামে। যদিও কি নাম হবে তা এখনো পর্যন্ত ঠিক হয়নি।

এই অ্যাপ নতুন করে লঞ্চ করার জন্য গুগলের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানা যাচ্ছে এবং এর পাশাপাশি সরকারি সমস্ত বাসে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়েছে। এই অ্যাপের আওতায় সমস্ত এসি, নন-এসি সরকারি বাসকে আনা হবে। সমস্ত সরকারি বাস এই অ্যাপের আওতায় এসে যাওয়ার পর বেসরকারি বাসও অ্যাপের আওতায় আনা হবে বলে জানা যাচ্ছে সরকারি সূত্রে। কেননা দেশের সরকারি বাসেও লোকেশান ট্র্যাকিং ডিভাইস লাগানোর কাজ চালানো হচ্ছে।