নিজস্ব প্রতিবেদন : রেশন কার্ড (Ration Card) এখন ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্ডে পরিণত হয়েছে। কেননা রেশন কার্ড থাকলেই নাগরিকরা বিনামূল্যে খাদ্য সামগ্রী পাচ্ছেন। ক্যাটাগরির অদল বদলে খাদ্য সামগ্রী পরিমাণ বাড়া কমা হলেও অন্ততপক্ষে দেশের ৮০ কোটির বেশি উপভোক্তা রেশন ব্যবস্থার মাধ্যমে উপকৃত হচ্ছে। আর এই রেশন কার্ড (Ration Card Latest Update) নিয়েই এবার বড় ঘোষণা করল কেন্দ্র।
রেশন কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে শুক্রবার যে বড় ঘোষণা করা হয়েছে সেই বড় ঘোষণায় কোটি কোটি রেশন উপভোক্তাদের চিন্তা এক নিমেষে দূর হয়ে গেল। কেন্দ্র সরকার এদিন যে ঘোষণা করেছে সেই ঘোষণা অনুযায়ী আপাতত আর বিনামূল্যে রেশন পাওয়া নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না রেশন উপভোক্তাদের।
কেন্দ্র সরকারের তরফ থেকে লোকসভা নির্বাচনের আগে বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। যে ঘোষণায় বলা হয়েছে, আগামী পাঁচ বছর বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হবে রেশন ব্যবস্থায়। তবে এই সুবিধা নিতে হলে অবশ্যই উপভোক্তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই তাদের আগামী ৩০ জুনের মধ্যে প্রয়োজনীয় কাজটি সেরে নেওয়ার জন্য শেষ সময়সীমা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন ? Ration Card Benefits: শুধু চাল, গম নয়! রেশন কার্ড থাকলেই মিলবে আরো ৬ প্রকল্পের সুবিধা
আধার কার্ড বর্তমানে দেশের অধিকাংশ নাগরিকদের হয়ে গেলেও কোন কোন ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। যেমন আধারের ঠিকানা থেকে মোবাইল নম্বর লিঙ্ক ইত্যাদি। এছাড়াও আধার আপ টু ডেট সহ অনেক গ্রাহক রয়েছেন যারা এখনো আধার কার্ড করিয়ে উঠতে পারেননি। এমন পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার শেষ সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হলো। এর ফলে উপভোক্তারা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সুযোগ পাবেন।
রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর ফলে সেই সকল রেশন উপভোক্তারা হাঁফ ছেড়ে বাঁচলেন যাদের এখনো এই ছোট্ট কাজটি করা হয়নি। কেননা তাদের বিনামূল্যের রেশন আপাতত বন্ধ হচ্ছে না। তবে মনে রাখতে হবে, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার ক্ষেত্রে সরকারের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে এবং সেই মহৎ উদ্দেশ্যের মধ্য দিয়ে অযোগ্য এবং ভুয়ো রেশন কার্ডধকারীদের বাছাই করে সুবিধা থেকে বঞ্চিত করা।