নিজস্ব প্রতিবেদন : কাজের দিকে কোন পৌরসভা ভালো আর কোন পৌরসভার খারাপ (Municipality Performance of WB) তা খোদ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার তিনি রাজ্যের পৌরসভার চেয়ারম্যান সহ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকের পরই কাজের নিরিখে কোন পৌরসভা ভাল কাজ করেছে এবং কোন পৌরসভা খারাপ কাজ করেছে সেই তালিকা জানান।
এমন তালিকা প্রকাশ করার ক্ষেত্রে মূলত তিনটি সূচককে সামনে রেখে ফলাফল সামনে আনা হয়। সেই তিনটি সূচক হল পানীয় জল, আবাসন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা। এই তিনটি সূচকের ক্ষেত্রে খারাপ ফলাফলের তালিকায় রয়েছে ১৩ টি পৌরসভা এবং ভালো কাজের তালিকায় জায়গা করেছে ১৬টি পৌরসভা। শুধু তালিকা প্রকাশ নয়, পাশাপাশি এমন কাজের জন্য রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তালিকা সামনে এনেছেন সেই তালিকায় পানীয় জলের জন্য কাজের ক্ষেত্রে ভালো ফলাফলের লিস্টে নাম তুলেছে উলুবেরিয়া, হালিশহর, বৈদ্যবাটি, কলকাতা এবং বাঁকুড়া। এই তালিকায় খারাপ ফলাফলের লিস্টে নাম উঠেছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বালি, বরাহনগর এবং শান্তিপুরের।
আবাসনের ক্ষেত্রে ভালো পৌরসভা হিসাবে মুখ্যমন্ত্রী মমতার চোখে জায়গা পড়ে নিয়েছে উলুবেরিয়া, জঙ্গিপুর, হাবরা, কৃষ্ণনগর এবং মধ্যমগ্রাম। এই তালিকায় খারাপ পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে নাম উঠে এসেছে বিধাননগর, আসানসোল, কাঁথি এবং রায়গঞ্জের।
আরও পড়ুন ? বদলে যাচ্ছে সিউড়ি রেলস্টেশন! নকশা দেখে চিনতেই পারবেন না, জানুন কী কী হতে চলেছে
পরিষ্কার পরিচ্ছন্নতার নিরিখে ভালো পৌরসভা হিসেবে যারা তালিকায় উঠে এসেছে তারা হলো কলকাতা, বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, উত্তর দমদম এবং নবদ্বীপের। তালিকায় খারাপ পৌরসভা হিসেবে নাম উঠে এসেছে কাঁথি, ডালখোলা, পানিহাটি এবং সিউড়ির। উল্লেখযোগ্য বিষয় হল এই তালিকায় চারটি পৌরসভার নাম খারাপের লিস্টে রয়েছে আর সেই চারটি পৌরসভার মধ্যেই একটি সিউড়ি পৌরসভা।
এমন ফলাফলের পরিপ্রেক্ষিতে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানিয়েছেন, “সিউড়ি পৌরসভার নাম পরিষ্কার পরিচ্ছন্নতার নিরিখে খারাপের চোখে উঠে আসার পরই এসআইকে শোকজ করা হয়েছে। তবে আমরা মুখ্যমন্ত্রীর দেওয়া গাইডলাইন এখন থেকেই মানতে শুরু করেছি। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে স্পেশাল ড্রাইভ শুরু হবে। আমি নিজে সশরীরে সমস্ত জায়গা ঘুরে দেখব আর এই ধরনের কাজের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না।”