The central government brought changes in LPG KYC Rules: সম্প্রতি রান্নার গ্যাসের জন্য নতুন করে ই কেওয়াইসি করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। নভেম্বর মাসের শেষের দিক থেকে শুরু হয় এই অনলাইন ই কেওয়াইসি পদ্ধতি। প্রথমদিকে মার্চ মাসে এই প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। সেই কারণে সকলেই তাড়াহুড়োর মধ্যে দিয়ে ইকেওয়াইসি করিয়েছেন সেই সময়। কিন্তু পরবর্তীতে সেই নিয়ম (LPG KYC Rules) পরিবর্তন করা হয়। সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু ঠিক কত তারিখ অব্দি সময়সীমা বাড়ানো হয়েছে সে বিষয়ে সঠিক স্বচ্ছ কোন তথ্য প্রকাশ্যে আনা হয়নি। সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরি সেই তথ্য প্রকাশ করলেন। তিনি জানিয়েছেন অনলাইনে ই কেওয়াইসি করার কোন নির্দিষ্ট তারিখ নেই। তবে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করাই শ্রেয়।
রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে বেশ কিছু জালিয়াতির খবর সামনে এসেছে। যেমন কানেকশন না থাকা সত্ত্বেও ব্ল্যাকে সিলিন্ডার কিনে ব্যবহার করা, মৃত ব্যক্তির সিলিন্ডার নিজের নামে ব্যবহার করা। আরো অনেক অভিযোগ রয়েছে। এই সব কিছু রুখতেই রান্নার গ্যাসের উপভোক্তাদের নতুন করে ইকেওয়াইসি (LPG KYC Rules) করানোর উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ১ টি বৈঠকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন মূলত বাণিজ্যিক গ্যাসের জ্বালিয়াতি রুখতে এবং বেআইনি ভুয়ো অ্যাকাউন্ট খুঁজে বের করে তা বন্ধ করার উদ্দেশ্যেই নতুন পদ্ধতি চালু করা হয়েছে এলপিজি গ্যাসে। যাতে সঠিক ব্যক্তি নিজের গ্যাসটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। সেই বিষয়টি নিশ্চিত করতে এমন উদ্যোগ নিতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার।
কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, যত তাড়াতাড়ি সম্ভব গ্রাহকদের ই কেওয়াসি সম্পন্ন করার জন্য প্রত্যেকটি ডিস্ট্রিবিউটরের উপর চাপ সৃষ্টি করা হয়েছে উপর মহল থেকে। গ্রাহকদের উপর চাপ সৃষ্টি করেছেন যত তাড়াতাড়ি সম্ভব রান্নার গ্যাসের কিওয়াইসি (LPG KYC Rules) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। তবে সম্প্রতি এ বিষয়ে ১ টি বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন অনলাইন কেওয়াইসির ক্ষেত্রে কোন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা নেই। প্রথমদিকে অনলাইন কেওয়াইসি করার জন্য ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এখন আপনি চাইলে বাড়িতে বসে রান্নার গ্যাসের অনলাইন কেওয়াইসি করে নিতে পারেন।
বাড়িতে বসে অনলাইনে রান্নার গ্যাসের কেওয়াইসি (LPG KYC Rules) করার জন্য প্রয়োজন কয়েকটি অ্যাপের। ভারতে এই মুহূর্তে ৩ টে সংস্থা রয়েছে যারা রান্নার গ্যাস প্রদান করে থাকে। ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান ওয়েল এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম। এই ৩ টি সংস্থার জন্য আলাদা আলাদা অ্যাপ রয়েছে। যে অ্যাপগুলির মাধ্যমে করা সম্ভব অনলাইন ই কেওয়াইসি। ভারত পেট্রোলিয়াম লিমিটেডের অন্তর্ভুক্ত গ্রাহকরা অনলাইন কেওয়াইসি সম্পন্ন করার জন্য ব্যবহার করতে পারেন হ্যালো বিপিসিএল অথবা বিপিসিএল অপারেটর অ্যাপটি। অন্যদিকে ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা ব্যবহার করতে পারেন ইন্ডিয়ান অয়েলের অফিশিয়াল অ্যাপ অথবা স্ক্যানার প্রদানকারী অ্যাপটি। তবে আপনি যে সংস্থার গ্রাহকই হোন না কেন অনলাইন রান্নার গ্যাসের কেওয়াইসি (LPG KYC Rules) করার জন্য আপনার ফোনে এম আধার অ্যাপটি ইনস্টল থাকা বাধ্যতামূলক।
রান্নার গ্যাসের কেওয়াইসির (LPG KYC Rules) ক্ষেত্রে ২ টি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। হাতের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক গ্রহণ করা অথবা ফেস স্ক্যান করা। আপনি যদি অনলাইনে ঘরে বসে রান্নার গ্যাসের কেওয়াইসি করতে চান তাহলে আপনাকে ফেস স্ক্যান করেই তা করতে হবে। তাই আপনার ফোনে আর ডি সার্ভিস চালু থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এই অ্যাপটি আপনার আধার কার্ডের সাথে ফেস স্ক্যান করে তার মিল খুঁজে পেতে সাহায্য করবে। আপনি আপনার সংস্থার নির্দিষ্ট অ্যাপে গিয়ে নিজের নাম, ফোন নাম্বার এবং এলপিজি আইডি দিয়ে এনরোলমেন্ট করাবেন। তারপর সেখান থেকেই কেওয়াইসি অপশন বেছে নিয়ে এম আধারের সাহায্যে ফেস স্ক্যান করে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পুরো প্রক্রিয়াটি চলছে আধারের ইউআইডিএআই সার্ভিসের উপর নির্ভর করে।