Paytm UPI: পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স হারিয়ে নিজেকে শুধরে নিল Paytm, এবার শক্তিশালী পরিষেবা, ক্যাশব্যাকে ঝড় তুলেছে বাজারে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : Paytm সম্পর্কে নতুন করে ভারতীয়দের বলার কিছু নেই। এটি এমন একটি ফিনটেক সংস্থা, যার নাম মানুষের মুখে মুখে শোনা যায়। তবে এই সংস্থাকেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়েছে। তাদের সবচেয়ে বেশি বাধা-বিপত্তি বা সমস্যার মুখোমুখি হতে হয়েছে পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স হারিয়ে। তবে সেসব এখন অতীত।

Advertisements

মাস কয়েক আগে পেটিএম তাদের পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স হারায় মূলত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নীতি না মেনে চলার কারণে। লাইসেন্স হারানোর পর পুরোপুরি ভাবে তাদের ওই পেমেন্টস ব্যাংকিং সেক্টরের পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে এরপর পেটিএম নিজেদের একেবারে শুধরে ফেলেছে। আর এখন তারা গ্রাহকদের অনেক শক্তিশালী পরিষেবা দেওয়ার শুরু করল।

Advertisements

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হলেও তাদের ইউপিআই (Paytm UPI) পরিষেবা কিন্তু এখনো আগের মতোই চালু রয়েছে। শুধু চালু থাকা নয়, পাশাপাশি তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ মেনে একের পর এক নতুন নতুন কাজ করে চলেছে। যেমন জুন মাস শেষ হওয়ার আগেই তারা পেমেন্ট ব্যবস্থায় BBPS কার্যকর করে দেয়। আর এবার তাদের তরফ থেকে আরও একটি সুখবর দেওয়া হল ইউপিআই পরিষেবা নিয়ে।

Advertisements

আরও পড়ুন ? Bank Fined By RBI: পেটিএম-এর পর আরও এক ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, শাস্তির তালিকায় PNB-ও

তাদের তরফ থেকে ইউপিআই পরিষেবা নিয়ে এবার গ্রাহকদের মেসেজ করে নিজেদের শক্তির বিষয়টি জানানো হয়েছে। মূলত তারা তাদের ইউপিআই পরিষেবাকে আরো শক্তিশালী করার জন্য দেশের জনপ্রিয় চারটি ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে পরিষেবা দেওয়া শুরু করেছে। এর ফলে ইউপিআই পরিষেবার ক্ষেত্রে সমস্যা অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে। কেননা এক ব্যাংকের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন রকম সমস্যা তৈরি হলেই অন্য ব্যাংক মারফত সেই পরিষেবা পাওয়া যাবে।

পেটিএম যে চারটি জনপ্রিয় ব্যাংকের সঙ্গে ইউপিআই পরিষেবা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে সেই ব্যাঙ্কগুলি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক। এর পাশাপাশি তাদের তরফ থেকে ক্যাশব্যাক ব্যবস্থা আনা হয়েছে। এর ফলে এখন ইউপিআই মারফত পেমেন্ট করার ক্ষেত্রে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেতে পারে বলে সংস্থার তরফ থেকে দাবী করা হচ্ছে। সংস্থার এই সকল পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আশা করা হচ্ছে ইউপিআই পরিষেবায় তারা আবার নতুন করে ভারতীয় বাজারে ঝড় তুলবে।

Advertisements