বাংলাএক্সপি ডেস্কঃ রাজ্য সরকারের তরফ থেকে যে সকল প্রকল্প রাজ্যের বাসিন্দাদের জন্য চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পটি এবার নতুন করে আলোচনায় এসেছে। নতুন করে বললে ভুল হবে, কেননা বছরের বিভিন্ন সময় এই প্রকল্প আলোচনায় থাকতে দেখা যায়।
আরজি কর কাণ্ডের পর রাজ্যের বাসিন্দাদের একাংশ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ত্যাগ করে নারীদের নিরাপত্তা বৃদ্ধি করার বিষয়ে জোড় সাওয়াল তুলছেন। লক্ষ্মীর ভান্ডারের টাকার বদলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার যে দাবি-দাওয়া উঠছে তার মাঝেই আবার নতুন করে এই প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে পুজোর আগেই এই প্রকল্পের টাকা আরও এক দফা বৃদ্ধি পেতে পারে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর। যদিও প্রকল্পটির ঘোষণা হয়েছিল নির্বাচনের আগেই। যেবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তাদের দল তৃতীয়বার সরকারি ফিরলেই রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য টাকা দেবে প্রতি মাসে। এরপরই একুশের নতুন সরকার গঠনের পর সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য ১০০০ টাকা করে দেওয়ার ঘোষণা হয়।
রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পথচলা শুরু হওয়ার বছর দুয়েক কাটতে না কাটতেই আবার টাকার পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়। ২৪ এর লোকসভা নির্বাচনের আগে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে ৫০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা দেওয়ার বন্দোবস্ত করা হয়, অন্যদিকে তফশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১০০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা দেওয়ার বন্দোবস্ত হয়।
আরও পড়ুন : Jio: কম দামে ৩ রিচার্জ আনল Jio, বাজার কাঁপাতে দিচ্ছে দেদার ইন্টারনেট, আরও কত কী
রাজ্য সরকারের এমন বন্দোবস্তের পর এই প্রকল্পের আওতায় থাকা মহিলারা আনন্দে আটখানা হয়ে পড়েন। স্বাভাবিকভাবেই ২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট ব্যাংক আরও বেড়ে যায়। আর এবার যখন আরজি কর কান্ড নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়ে দাঁড়িয়েছে, সেই সময় নতুন করে এই প্রকল্পের টাকা বৃদ্ধি পাবে এমনই কানাঘুষো খবর শোনা যাচ্ছে।
বিভিন্ন সূত্র যা দাবী করছে তাতে পুজোর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের জন্য প্রতি মাসে টাকার অংক বাড়িয়ে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত করা হতে পারে। রাজ্যের ২ কোটি ১১ লক্ষ মহিলা যারা এই প্রকল্পের আওতায় রয়েছেন তারা প্রত্যেকেই এই সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে। তবে টাকা বৃদ্ধি করা হবে কিনা অথবা কত টাকা বৃদ্ধি করা হবে তা নিয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।