Foxconn: ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসছে দেশে, খুলে যাবে কর্মসংস্থানের নতুন দরজা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Foxconn: ভারতে প্রযুক্তির বিপ্লব আসন্ন, এবং এই বিপ্লবের নেপথ্যে থাকছে তাইওয়ানের বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট ফক্সকন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায়, ফক্সকনের (Foxconn) চেয়ারম্যান ইয়ং লিউ সম্প্রতি মোদীর সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, যেখানে আলোচনা হয়েছে ভারতে এক বিশাল আকারের বিনিয়োগের পরিকল্পনা নিয়ে।

Advertisements

ফক্সকন, যা পৃথিবীর বৃহত্তম ইলেকট্রনিক্স যন্ত্র নির্মাতা হিসেবে সুপরিচিত, ইতিমধ্যেই অ্যাপলের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের আইপড এবং আইফোনের মতো পণ্যের জন্য যন্ত্রাংশ তৈরি করে আসছে। কিন্তু এবার এই কোম্পানি ভারতের মাটিতে বিনিয়োগ করে নতুন উচ্চতায় পৌঁছানোর পরিকল্পনা করেছে। ইয়ং লিউ জানিয়েছেন, ফক্সকন (Foxconn) ভারতের কর্নাটক, অন্ধ্র প্রদেশ এবং তামিলনাড়ুর মতো রাজ্যে নতুন কারখানা স্থাপন করবে, যা ভারতের ইলেকট্রনিক্স শিল্পকে আরও শক্তিশালী করবে।

Advertisements

বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ফক্সকনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভারতের বর্ধিত অর্থনৈতিক সম্ভাবনা এবং প্রযুক্তিগত অগ্রগতির কথা তুলে ধরেন। মোদী মনে করেন, ফক্সকনের বিনিয়োগ ভারতের প্রযুক্তি খাতে নতুন দিগন্তের উন্মোচন করবে, যেখানে কর্মসংস্থান থেকে শুরু করে স্থানীয় উৎপাদন—সব ক্ষেত্রেই বড়ো ধরনের পরিবর্তন আসবে।

Advertisements

ফক্সকনের (Foxconn) এই বিশাল বিনিয়োগ কেবলমাত্র ভারতের অর্থনীতির জন্য নয়, বরং বিশ্বের প্রযুক্তিগত মানচিত্রে ভারতের স্থানকে আরও সুদৃঢ় করবে। গত বছর গুজরাটে সেমিকন ইন্ডিয়া কনক্লেভে মোদীর সঙ্গে প্রথমবার বৈঠক করেছিলেন ইয়ং লিউ, তখন থেকেই ফক্সকন ভারতের প্রতি তাদের বিশেষ আগ্রহ দেখিয়ে আসছে। এবার তারা ভারতের মাটিতে ৯ থেকে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে, যা ৪০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে।

আরো পড়ুন: শিল্পে বিশাল সাফল্য পশ্চিমবঙ্গের! বিনিয়োগের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা

এই বৈঠকের পরে মোদী এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) লিখেছেন, “কর্নাটক, অন্ধ্র প্রদেশ এবং তামিলনাড়ুর মতো রাজ্যে ফক্সকনের বিনিয়োগের পরিকল্পনা নিয়ে দারুণ আলোচনা হয়েছে।” এই বিনিয়োগ ভারতের প্রযুক্তি খাতের ভবিষ্যতকে উজ্জ্বল করে তুলবে, যা নিঃসন্দেহে ভারতের অর্থনৈতিক উন্নয়নের পথে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

ফক্সকনের এই পরিকল্পনা ভারতের ইলেকট্রনিক শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, এবং বিশ্বের প্রযুক্তি মানচিত্রে ভারতের স্থানকে আরও দৃঢ় করবে। ভারতের প্রযুক্তি বিপ্লবের এই নতুন অধ্যায় নিঃসন্দেহে আমাদের দেশকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই বিনিয়োগ ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতিকে ত্বরান্বিত করবে এবং দেশের প্রযুক্তিগত ক্ষমতাকে আরও দৃঢ় করবে।

Advertisements