Electric Vehicle Tax: পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গাড়ির মালিকদের জন্য অবিশ্বাস্য উপহার, আনন্দে মাতোয়ারা গোটা বাংলা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Electric Vehicle Tax: হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। যার ফলে বাইক বা স্কুটি থাকলেও তা চালানোর সাহস পাচ্ছে না সাধারণ মানুষ। তবে আজকালকার ব্যস্ত জীবনে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব কম সময়ে পৌঁছানোর জন্য দরকার হয় দুই চাকার। সেই জন্যই অটোমোবাইল কোম্পানিগুলি উপহার দিচ্ছে একের পর এক ইলেকট্রিক ভেইকেল। আর আজকের প্রতিবেদনে বলবো ইলেকট্রিক ভেইকেল সংক্রান্ত ট্যাক্সের কথা (Electric Vehicle Tax)।

Advertisements

পশ্চিমবঙ্গ সরকারের এক সাহসী ও যুগান্তকারী পদক্ষেপে রাজ্যের গাড়ি মালিকদের জন্য নিয়ে আসা হলো এক অবিশ্বাস্য সুযোগ! বৈদ্যুতিক এবং CNG চালিত গাড়ির মালিকদের জন্য ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত করের বোঝা পুরোপুরি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শুধু কর ছাড় নয়, রেজিস্ট্রেশন ফি এবং অতিরিক্ত ট্যাক্সের ক্ষেত্রেও থাকবে চমকপ্রদ ছাড়ের সুবিধা, যা ইতিমধ্যেই রাজ্যজুড়ে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে।

Advertisements

রাজ্যের পরিবহন ব্যবস্থায় এক নতুন বিপ্লব আনতে চায় পশ্চিমবঙ্গ সরকার। বায়ু দূষণ ও পরিবেশের প্রতি নজর রেখে, পরিবহন দফতর এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা শুধু পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিক দিক থেকেও অসাধারণ। ইলেকট্রিক (Electric Vehicle Tax) এবং CNG চালিত গাড়ি দূষণ কমাতে বিপুল ভূমিকা রাখতে সক্ষম, তাই তাদের ব্যবহার আরও বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisements

২০২২ সালের ১লা এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম দফার কর ছাড়ের সময়সীমা ছিল ৩১শে মার্চ ২০২৪ সাল পর্যন্ত। এবার সেই সময়সীমা বাড়িয়ে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে, যা গাড়ি কেনার ক্ষেত্রে একটি বড় প্রণোদনা হিসেবে কাজ করবে। ভোটের কারণে এই ঘোষণা কিছুটা দেরিতে প্রকাশিত হলেও, মানুষের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে, এই পদক্ষেপ গোটা বাংলার গাড়ি বাজারে ব্যাপক সাড়া ফেলতে চলেছে।

আরো পড়ুন: সস্তায় কেনা যাবে সিএনজি, ইলেকট্রিক গাড়ি! দুর্দান্ত অফার ঘোষণা রাজ্য সরকারের

এই রোমাঞ্চকর ঘোষণার ফলে রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও অত্যন্ত খুশি। যাঁরা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে এটি এক সুবর্ণ সুযোগ। ইলেকট্রিক (Electric Vehicle Tax) এবং CNG চালিত গাড়ির প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং রাজ্যে পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

রাজ্য সরকারের এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, আগামী প্রজন্মের জন্যও একটি নিরাপদ ভবিষ্যত গড়ার পথে এক বিরাট পদক্ষেপ। বাংলার প্রতিটি কোণে এখন এই ঘোষণার চমক ছড়িয়ে পড়েছে, আর গাড়ির বাজারে এক নতুন বিপ্লবের সুর বেজে উঠছে।

Advertisements