Bandhan Bank: সাধারণ মানুষের কাছে যেকোন আর্থিক প্রতিষ্ঠান হলো অন্যতম ভরসার জায়গা। তা যদি ব্যাংক হয় তাহলে তো কথাই নেই। উপার্জিত অর্থ সঞ্চয় এর জন্য সরকারি কিংবা বেসরকারি ব্যাংকগুলোকে মানুষ প্রথমেই ভরসা করে। বন্ধন ব্যাংক হল এমন একটি ব্যাংক যেখানে মহিলা গ্রাহকদের সংখ্যা সবথেকে বেশি। এখানে মহিলাদের জন্য চালু করা হয়েছে একটি বিশেষ স্কিম যার নাম ‘অবনী’ (Avni)। এর সঙ্গে ‘বন্ধন ব্যাংক ডিলাইটস’ (Bandhan Bank Delights) নামে লয়্যালটি প্রোগ্রামও শুরু করেছে বন্ধন ব্যাংক। এটি গ্রাহকদের আকৃষ্ট করার জন্য একটি প্রোগ্রাম। এতে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে, যা কেনাকাটার সময় ব্যবহার করা যেতে পারে এবং সাথে থাকবে দুর্ধর্ষ অফার।
বন্ধন ব্যাংকের (Bandhan Bank) মোট গ্রাহকের সংখ্যা হল ৩.৪৪ কোটি এবং এর মধ্যে ৭৩ শতাংশ মহিলা। বর্তমানে এই আর্থিক প্রতিষ্ঠানের ১.৩৩ লক্ষ কোটি টাকার ডিপোজিট রয়েছে। প্রতিবছর এটা বৃদ্ধি পায় ২৩ শতাংশ হারে। কিন্তু একই সময়ে CASA ডিপোজিটের বৃদ্ধি ১৪ শতাংশ কম। এই ঘাটতি পূরণ করার জন্যই অবনী স্কিম নিয়ে এসেছে বন্ধন ব্যাংক।
এবার আসুন জেনে নিই অবনী স্কিম সম্পর্কে। এটি বিশেষভাবে মহিলাদের জন্যই চালু করা একটি সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট খুললে মহিলারা পেয়ে যাবেন বিশেষ ডেবিট কার্ড। আপনার কাছে যদি এই কার্ডটি থাকে তাহলে আপনি যে বিশেষ পরিষেবাগুলো পাবেন সেগুলো আলোচনা করা হলো এই প্রতিবেদনে। এই কার্ডের সাহায্যে খুব সহজেই বিমানবন্দরের লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এবং ১০ লক্ষ টাকার দূর্ঘটনা বিমা, ৩.৫ লক্ষ টাকার কার্ড হারানোর দায় এবং প্রিমিয়াম ব্র্যান্ডের একাধিক ব্যয়-ভিত্তিক অফার পেয়ে যাবেন।
আরো পড়ুন: নতুন স্কিম নিয়ে এলো বন্ধন ব্যাঙ্ক, ফিক্সড ডিপোজিটে মিলবে ৮.৫০% সুদ
এইসব অফার ছাড়াও আরো বিশেষ কিছু পরিষেবা দিচ্ছে বন্ধন ব্যাংক(Bandhan Bank) যেমন, বার্ষিক লকার ভাড়া, গোল্ড লোন প্রসেসিং ফি এবং বিউটি প্রডাক্টে ছাড় পাওয়া যাবে। বর্তমান বন্ধন ব্যাঙ্কের অন্তর্বর্তীকালীন ম্যানেজিং ডিরেক্টর রতন কুমার কেশ এই বিষয়ে জানিয়েছেন যে, বন্ধন ব্যাংক এর প্রতিষ্ঠা দিবসে মহিলাদের সম্মান জানানোর জন্যই এই সেভিংস অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এর ফলে সিএএসএ অর্থাৎ কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট এর শেয়ার বাড়বে এমনটাই অনুমান করা হচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে মহিলা গ্রাহকদের ব্যাংকিং পরিষেবা সম্পর্কে অভিজ্ঞতা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে। অবনী স্কিমের মাধ্যমে মহিলা গ্রাহকদের আর্থিক চাহিদা পূরণ হবে এবং পাশাপাশি ব্যাংকিং অভিজ্ঞতাও বৃদ্ধি পাবে। অবনী-এর সুবিধা পেতে গেলে কিছু বিশেষ শর্ত পালন করতে হবে গ্রাহকদের। এই সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকদের ২৫ হাজার টাকার গড় ত্রৈমাসিক ব্যালেন্স রাখতে হবে। এছাড়া, বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস হল এন্টারপ্রাইজ ওয়াইড লয়্যালটি প্রোগ্রাম। এর দ্বারা অ্যাকাউন্ট খোলা, কার্ড লেনদেন, ফান্ড ট্রান্সফার ইত্যাদির জন্য পয়েন্ট পাবে এই ব্যাংকের গ্রাহকেরা। গ্রাহকেরা এই পয়েন্ট রিডিম করতে পারবে ভ্রমণ, বিনোদন, হোটেল, ইত্যাদির মাধ্যমে।