Tata Group: আম্বানি কন্যাকে কড়া টক্কর দিতে প্রস্তুত টাটার নতুন অস্ত্র

Prosun Kanti Das

Published on:

Advertisements

Tata Group: টাটা গ্রুপের নাম শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে যথেষ্ট জনপ্রিয়। রতন টাটাকে চেনেন না এমন মানুষ গোটা বিশ্বে নেই। তিনি ব্যবসায়ী হিসাবে কম তার সামাজিক কর্মকাণ্ডের জন্য অনেক বেশি পরিচিত। এই জনপ্রিয় টাটা গ্রুপে পদার্পণ ঘটতে চলেছে নতুন প্রজন্মের। নেভিল টাটা মাত্র ৩২ বছর বয়সে স্টার বাজারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, স্টার বাজার হল টাটা গ্রুপের রিটেল কোম্পানি ট্রেন্ট লিমিটেডের হাইপারমার্কেট ইউনিট। ট্রেন্ট লিমিটেডের চেয়ারম্যান নোয়েল টাটার ছেলে হলেন নেভিল।

Advertisements

রতন টাটার সৎ ভাই হলেন নোয়েল টাটা। রতন টাটা বর্তমানে টাটা গ্রুপের (Tata Group) হোল্ডিং কোম্পানি টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস। সূত্র মারফত জানা গেছে যে, নেভিল টাটা গ্রুপের রিটেল সাবসিডিয়ার ট্রেন্ট হাইপারমার্কেটের বোর্ডে একজন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে বহুদিন ধরে কাজ করে এসেছেন। পাশাপাশি তিনি, এক্সিকিউটিভ দায়িত্ব পেয়ে এই পদ থেকে পদত্যাগ করেছেন।

Advertisements

বেশ কয়েক বছর আগে থেকেই নেভিল টাটা গ্রুপের (Tata Group) হাইপারমার্কেট ব্যবসার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীকালে অবশ্য তিনি পড়াশোনার জন্য বিদেশে চলে যান। অন্যদিকে, ট্রেন্ট লিমিটেড তার হাইপারমার্কেট ব্যবসাকে অগ্রগতির শিখরে পৌঁছানোর জন্য তার থেকে ভালো কান্ডারী আর কাউকে দেখছে না। বর্তমানে ট্রেন্ট লিমিটেডের সিইও হলেন পি ভেঙ্কটেসলু। অন্যদিকে ট্রেন্টে সামিল হয়েছে বিভিন্ন নামিদামি জামা কাপড়ের ব্র্যান্ড যেমন ওয়েস্টসাইড, জুডিও এবং জারা। নেভিল হলেন বেইস বিজনেস স্কুলের ছাত্র এবং তিনি ২০১৬ সালে ট্রেন্ট লিমিটেডের অংশ হয়েছিলেন। সেই সময় তিনি এই কোম্পানির প্যাকেটজাত খাবার এবং বেভারেজের নেতৃত্ব দেন। পরবর্তীকালে দেখা যায় তিনি জুডিওর দায়িত্বেও ছিলেন। জুডিও বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় জামাকাপড়ের একটি ব্র্যান্ড।

Advertisements

আরো পড়ুন: রতন টাটার সঙ্গে কি সম্পর্ক ১২ হাজার কোটির মালিক নোয়েল টাটার

নেভিল যখনই এই ব্যবসার দায়িত্বভার গ্রহণ করবেন তিনি নোয়েল টাটার কাছ থেকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নেবেন এমনটাই আশা করছে বিশেষজ্ঞরা। সম্ভবত নোয়েল টাটা হাইপারমার্কেটের CEO হিসেবে দায়িত্ব নেবেন। নোয়েল টাটার মেয়েরাও টাটা গ্রুপের ব্যবসার সঙ্গে জড়িত। ৩৯ বছর বয়সী লিয়া টাটা দায়িত্বে আছেন ইন্ডিয়ান হোটেলসে গেটওয়ে ব্র্যান্ডের। বেশ কয়েক বছর ধরে তিনি এই বিভাগে কাজ করছেন। পাশাপাশি তার আরেক মেয়ে ৩৬ বছর বয়সী মায়া টাটাও কাজ করছেন টাটা ডিজিটালে। তিনি নতুন যুগের অ্যানালিটিক্স এবং প্রযুক্তিতে আগ্রহী।

সূত্র মারফত একটি বিশেষ তথ্য সামনে এসেছে যে, লিয়া, মায়া এবং নেভিলকে টাটা গ্রুপের পাঁচটি ট্রাস্টের ট্রাস্টি হিসাবে চিহ্নিত করা হতে পারে। এই ট্রাস্টগুলি স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্টের সাথে সংঘবদ্ধ। নোয়েল টাটা পাশাপাশি দায়িত্বে রয়েছেন ভোল্টাসের চেয়ারম্যান এবং টাটা ট্রাস্টের একজন ট্রাস্টি হিসাবে। টাটা সন্সে টাটা ট্রাস্টের (Tata Group) ৬৬ শতাংশ শেয়ার রয়েছে। ট্রেন্ট হাইপারমার্কেট আসলে টাটা গ্রুপ এবং ব্রিটিশ রিটেলার টেস্কোর একটি মিলিত উদ্যোগ। এই সংস্থাটি একসঙ্গে ৬৬ টি স্টার বাজার হাইপার এবং সুপারমার্কেট পরিচালনা করে। বর্তমানে এই কোম্পানির প্রধান প্রতিদ্বন্দ্বী হল রিলায়েন্স রিটেল। দেশের অন্যতম বৃহৎ রিটেল কোম্পানি হল রিলায়েন্স রিটেল। সম্প্রতি মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি এই ব্যবসার দায়িত্বে রয়েছেন।

Advertisements