Noel Tata: রতন টাটার সঙ্গে কি সম্পর্ক ১২ হাজার কোটির মালিক নোয়েল টাটার

Prosun Kanti Das

Published on:

Noel Tata has a deep relationship with Ratan Tata: রতন টাটাকে চেনেন না এমন কোনো ব্যক্তি এই ভারতে কেন গোটা বিশ্বে নেই। আসলে নোয়েল নেভাল টাটা হলো ভারতের একজন নামকরা ধনী ব্যক্তি এবং ব্যবসায়ী, তবুও তিনি প্রচারের চাকচিক্য থেকে অনেক দূরে। নোয়েল টাটা (Noel Tata) হলেন ট্রেন্ট এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান। প্রচারে না আসলেও তিনি কিন্তু মাল্টি বিলিয়ন ডলারের দুটি কোম্পানির মালিক। এসব বাদ দিয়েও নোয়েল টাটা টাটা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর এবং টাইটান কোম্পানি ও টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির বোন আলু মিস্ত্রিকে বিয়ে করেছেন নোয়েল নেভাল টাটা। এছাড়া তার আরেকটি পরিচয় আছে তিনি রোহিকা মিস্ত্রির শ্যালক, যিনি হলেন ভারতের অন্যতম ধনী মহিলা।

নোয়েল টাটা (Noel Tata) নিজের কর্মজীবন শুরু করেছিলেন টাটা ইন্টারন্যাশনাল থেকে। এরপর ট্রেন্টের ম্যানেজিং ডিরেক্টর হয়েছিলেন ১৯৯৯ সালের জুন মাসে। কোম্পানিটির প্রতিষ্ঠাতা ছিলেন তার মা সিমোন ডুনয়া। নোয়েল নেভাল টাটা কিন্তু ২০০৩ সালে টাইটান ইন্ডাস্ট্রিজ এবং ভোল্টাসের ডিরেক্টর হয়েছিল। তিনি কিন্তু এত ব্যবসার পাশাপাশি ট্রেন্ট ওয়েস্টসাইড এবং বুকস্টোর ল্যান্ডমার্কের মতো ব্যবসা চালায়। অন্যদিকে টাইটানের মত আরো নামিদামি ব্র্যান্ড এর মালিক তিনি যেমন তানিষ্ক, টাইটান, টাইটান আই এবং ফাস্ট্র্যাক।

কোথায় পড়াশুনা করেছিলেন তিনি (Noel Tata)? সাসেক্স বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। এমনকি তার যোগ্যতা শুনলে আপনি অবাক হবেন। আন্তর্জাতিক এক্সিকিউটিভ প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য নোয়েল টাটা ফ্রান্সের ইনসিড বিজনেস স্কুলে গেছিলেন। এবার জানতে হবে তার সম্পত্তির পরিমাণ সম্পর্কে? তার সম্পত্তির ব্যাপারে কোনো সঠিক তথ্য কিন্তু পাওয়া যায় না। কিন্তু অনুমান করা যায়, তাঁর মোট সম্পত্তির পরিমাণ হলো ১.৫ বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকা। ট্রেন্টের গত বছরের মুনাফা ছিল ৫৫৪ কোটি টাকার বেশি।

রতন টাটা ও নোয়েল নেভাল টাটার মধ্যে আসল সম্পর্ক কি? তারা কিন্তু দুই ভাই। কিন্তু নোয়েল টাটা হলেন রতন টাটার সৎ ভাই। দুজনে আসলে নেভাল টাটার ছেলে কিন্তু তাদের মা ছিলো আলাদা। রতন টাটা এবং জিমি টাটা দুজনে আপনি ভাই, তারা সুনি কমিসারিয়েটের ছেলে। আর নোয়েল টাটা নেভাল টাটার দ্বিতীয় স্ত্রী সিমোনের ছেলে। বর্তমানে তিনি আইরিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন। তিনি থাকেন সেদেশেই এবং তাঁর এক ছেলে ও দুই মেয়েও রয়েছেন সেই দেশে।

আপনারা কি জানেন রতন টাটার আপন এক ভাইও রয়েছে, যায় নাম হলো জিমি টাটা। ভাইয়ের মত রতন টাটাও বিয়ে করেননি। এত বড় বিত্তশালীর ভাই হয়েও তিনি থাকেন ২ bhk একটি ফ্ল্যাটে। আড়ম্বর ও প্রাচুর্যের থেকে সাধারণ জীবন তিনি বেশি পছন্দ করেন।