Aadhaar Card New Rule: আধার কার্ড তৈরির নিয়মে বদল, এবার দিতেই হবে একটি নথি

Madhab Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ডে পরিণত হয়েছে। কেননা আধার কার্ড না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ড, স্কুল কলেজে ভর্তি হওয়া, সরকারি ভর্তুকি সহ বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া সব ক্ষেত্রেই নানান সমস্যায় পড়তে হয়। আর এই গুরুত্বপূর্ণ একটি কার্ড তৈরি করার নিয়মে এবার বদল (Aadhaar Card New Rule) আনা হলো।

Advertisements

জানিয়ে দেওয়া হয়েছে, এবার আধার কার্ড বানানোর সময় কেবলমাত্র নাম ঠিকানা এবং তাদের নথি জমা দিলে হবে না। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে নথির কথা বলা হচ্ছে সেই নথিটি জমা না দেওয়া হলে আবেদন গ্রহণ করা হবে না। এমনকি যে নথির কথা বলা হয়েছে, সেই নথির পরিপ্রেক্ষিতে আধার কার্ড তৈরি এখন অনেকটাই কঠিন হতে চলেছে।

Advertisements

আধার কার্ড তৈরির ক্ষেত্রে নতুন যে নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী এবার আবেদনকারীদের জমা দিতে হবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন রিসিপ্ট অর্থাৎ এনআরসি রিসিপ্ট। আবেদন করার সময় এনআরসির রিসিপ্ট নম্বর উল্লেখ করতে হবে আবেদনপত্রে। এটি উল্লেখ করা না হলে আবেদন বাতিল করে দেওয়া হবে।

Advertisements

আরও পড়ুন : Aadhar Update: দশ বছর পরপর করতে হবে আধার আপডেট, নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার

আধার কার্ড তৈরির ক্ষেত্রে এমন নতুন নিয়মের ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত শনিবার তিনি এমন ঘোষণা করেন। এক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যে এমন নিয়মে বদল আসছে কিনা তা স্পষ্ট নয়। তবে অসমের মুখ্যমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে অসমে এমন বদল আসছে বলেই জানা যাচ্ছে। এমন সিদ্ধান্ত গ্রহণের পিছনে যে কারণ রয়েছে তাও জানিয়েছেন তিনি।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, রাজ্যের জনসংখ্যার থেকে অনেক বেশি আবেদন জমা পড়েছে আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই ওই রাজ্যে অনেক ভুয়ো নাগরিকরা ঢুকে বসে আছেন বলেই তিনি মনে করছেন। এবং এরই পরিপ্রেক্ষিতে আধার কার্ডের আবেদন করার ক্ষেত্রে এনআরসি রিসিপ্ট নম্বর দিতে হবে বলে জানিয়েছেন। এই পদক্ষেপের ফলে আসামে প্রবেশ করে বসে থাকা অনুপ্রবেশকারীদের থেকে নাগরিকদের আলাদা করা সম্ভব হবে।

Advertisements