৭ দিন নিখোঁজ থাকার পর ঝাড়খণ্ডে উদ্ধার রামপুরহাটের ডেলিভারি বয়ের দেহ

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ৭ দিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান রামপুরহাটের এক অনলাইন বাণিজ্যিক সংস্থার ডেলিভারি বয়। ডেলিভারি দিতে বেরিয়ে তার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। চতুর্দিকে খোঁজ চালানোর পরেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যায় তার মৃতদেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডের রদিপুর এলাকার একটি পাথরের খাদানের পাশের পরিত্যক্ত জায়গা থেকে।

মৃত ওই ডেলিভারি বয়ের নাম জাকির হোসেন। তিনি বীরভূমের রামপুরহাটের সুন্দিপুর গ্রামের বাসিন্দা। তার মৃতদেহ উদ্ধারের পর পরিবারের লোকজনের দাবি তাকে খু’ন করা হয়েছে। অভিযোগের পাশাপাশি বীরভূমের রামপুরহাট এবং ঝাড়খণ্ডের রদিপুর থানার পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, ওই ডেলিভারি বয় গত ২১ শে জানুয়ারি ৪৫ হাজার টাকার দামের দুটি স্মার্টফোন ডেলিভারি করার জন্য মোটরবাইকে বের হন। তারপর থেকেই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। পুলিশের তরফ থেকে খোঁজ শুরু করা হয়।

তবে জাকির হোসেনের মৃতদেহ উদ্ধার হলেও তার মোটরবাইকটি এখনো উদ্ধার হয়নি অথবা কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি মৃতদেহের মুখ থেঁ’তলানো রয়েছে বলেও জানা গিয়েছে। যার পরেই এই ঘটনা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।