১২ তলা ছাদ থেকে পড়া শিশুর প্রাণ বাঁচিয়ে হিরো ডেলিভারি বয়

নিজস্ব প্রতিবেদন : কথায় আছে ‘রাখে হরি মারে কে’! সম্প্রতি ভিয়েতনামের ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে এই কথায় সবার আগে মাথায় আসছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ১২ তালার ব্যালকনি থেকে ছিটকে পড়ে যাচ্ছিল ছোট্ট শিশু, সেই সময় দেবদূতের মত হাজির হয় ডেলিভারি বয়। আর নীচ থেকে হাত বাড়িয়ে শিশুটিকে ধরে নেন তিনি, প্রাণ বেঁচে যায় শিশুটির।

হানোই প্রদেশে কিছু জিনিসপত্র পৌঁছানোর জন্য গাড়ি করে যাচ্ছিলেন নুয়েন নক মান। হঠাৎ গাড়ির ভেতর থেকে তিনি দেখতে পান ১২ তলায় ব্যালকনিতে এক শিশু ঝুলছে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে আর সময় নষ্ট করেননি নুয়েন, ছুটে গিয়ে ওই আবাসনের ব্যালকনির নিচে হাত পাতেন।

শিশুটি ব্যালকনি থেকে পড়তেই মুহূর্তের মধ্যে তাকে লুফে নেন নুয়েক। ১৬৪ ফুটের সেই উচ্চতা থেকে ২ বছরের ছোট্ট শিশু কন্যা পড়ে গেলে তার যে কী অবস্থা হতো তা সহজেই অনুমেয়, কিন্তু বাঁচিয়ে নিয়েছেন ওই ডেলিভারি বয়। আর এই ঘটনার সম্পূর্ণ ভিডিও ক্যামেরাবন্দি হয়ে গিয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন এই ভিডিও দেখে। ছোট্ট শিশুটিকে বাঁচানোর প্রসঙ্গে নুয়েন জানিয়েছেন, তিনি যেভাবে দৌঁড়ে গিয়ে শিশুটিকে আঁকড়ে ধরেন, সময়ের আর একটু দেরি হলেই বড় কোন বিপদ হয়ে যেতে পারত।

[aaroporuntag]
এই সাথে তিনি আরও জানিয়েছেন, ওই শিশুকন্যাকে দেখে বাড়িতে থাকা তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়, তাই সময় নষ্ট না করে মুহূর্তের মধ্যেই তিনি ছুটে গিয়েছিলেন আর প্রাণপণ চেষ্টা করেছিলেন, যে চেষ্টায় তিনি সফল হয়েছেন। আসলে উদ্দেশ্য সৎ হলে মানুষ সফল হতে বাধ্য।