মদ খেয়ে বেসামাল, মাঝরাতে মাঝরাস্তায় তরুণীর কীর্তিতে হাসির রোল নেট দুনিয়ায়

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সূরা এমন এক জিনিস, যার মহিমা আমরা বছরের বিভিন্ন সময়ে সূরা প্রেমীদের থেকে দেখেছি ধারাবাহিকভাবে। দেখেছি করোনা সংক্রমণের মত ভয়-ভীতিকে দূর করে লম্বা লাইনে দাঁড়াতে মদের দোকানে। দ্বিগুণ, তিনগুণ দাম দিয়েও এই সকল সূরা প্রেমীরা সূরা কিনতে কুণ্ঠিত হয় না। আর এর সাথে সাথেই সূরা পানের পর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাতলামির ছবিও সামনে আসে। ঠিক তেমনই এক তরুণীর কীর্তি দেখে নেট নাগরিকদের হেসে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা।

Advertisements

এমন আজব কীর্তি করা ওই তরুণী এমন ঘটনাটি ঘটিয়েছেন পুনেতে। যেখানে দেখা যাচ্ছে ওই তরুণী মদ খেয়ে বেসামাল অবস্থায় মাঝরাতে মাঝরাস্তায় নানান কীর্তি শুরু করেছেন। কখনো রাস্তায় শুয়ে গড়াগড়ি, কখনো আবার রাস্তায় শুয়ে মরার মত পড়ে থাকা। পাশ দিয়ে প্রতিনিয়ত গাড়ি চলে গেলেও কোনো ভ্রুক্ষেপ নেই ওই তরুণীর।

Advertisements

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ এমন আজব ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের পুনের হীরাবাগ চকের তিলক রোডে। পরনে লাল রংয়ের টপ এবং কালো রঙের জিন্স পরা ওই তরুণী হঠাৎ ওই সময় রাস্তার উপর বসে পড়েন। আর এই সময়ে তার চার দিক দিয়ে গাড়ি পেরোলেও কোনোরকম ভাবনা করে কখনো শুয়ে পড়ছেন, কখনো বসে পড়ছেন, আবার কখনো কসরত করছেন। ওই তরুণী মদের নেশার চোটে এমন সব কীর্তিকলাপ শুরু করেছিলেন বলে জানা গিয়েছে।

Advertisements

ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দারা এবং গাড়িচালকরা ওই তরুণীকে বারংবার সাবধান করলেও তিনি শোনেননি। অবশেষে যখন স্থানীয়রা পুলিশে খবর দেন এবং ঘটনাস্থলে পুলিশ আসে সেই সময় পুলিশকে দেখেই ওই তরুনীর নেশা কেটে যায়। তারপরেই আচমকা চম্পট দেন এলাকা থেকে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনরকম মামলা রুজু করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ওই পুলিশ স্টেশনের আধিকারিকরা।

Advertisements