প্যান্ডেলে প্যান্ডেলে সিসিটিভি! শান্তি কমিটির বৈঠকে উঠে এলো নিরাপত্তা প্রসঙ্গ

লাল্টু : আর এক পক্ষকাল পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুর্গাপুজোয় শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বুধবার দুবরাজপুর থানা শান্তি কমিটির বৈঠকের আয়োজন করা হয়।

এদিন উপস্থিত ছিলেন ডিএসপি (হেড কোয়ার্টার) কাশীনাথ মিস্ত্রি, দুবরাজপুর থানার ওসি সেখ মহঃ আলি, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পীযূষ পান্ডে, প্রাক্তন উপ পৌর প্রধান মীর্জা সৌকত আলি, দুবরাজপুর ইলেকট্রি সাপ্লাই ও দুবরাজপুর ব্লক আধিকারিক সহ অন্যান্য।

এবছর দুবরাজপুর থানা এলাকার ৮৫টি সার্বজনীন ও ৬০টি পারিবারিক দুর্গোৎসব হবে বলে জানা যায়। পুজো কমিটির উদ্যোক্তাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সিসিটিভি ক্যামেরা লাগানাের আবেদন জানানাে হয় এবং সমস্ত নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

দুবরাজপুর থানার ওসি শেখ মহঃ আলী পুজো কমিটি গুলিকে অনুরোধ করেন, “রাস্তা অবরুদ্ধ করে প্যান্ডেল করবেন না। কারণ দুবরাজপুর ছোট্ট শহর, রাস্তা অবরুদ্ধ হয়ে পড়লে সাধারণ মানুষ যানজটে কষ্ট পাবে। প্রতিমা এবং প্যান্ডেলের নিরাপত্তার জন্য নিজেদের লোকেরা সব সময় থাকবেন। আর শহরকে সচল রাখতে বিসর্জন এবং অন্যান্য সুচির কথা অবশ্যই থানাতে আগে জানিয়ে রাখবেন।”