জালে উঠল ২১ কেজি ওজনের পেল্লায় কাতলা, অবাক করা দামে হল বিক্রি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হামেশাই শোনা যায় দীঘায় যে সকল মৎস্যজীবীদের সমুদ্র থেকে বিশাল বিশাল মাছ তুলে নিয়ে আনতে। সেই সকল বিশাল মাছ দেখতে বাজারে যেমন ভিড় জমাতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের, ঠিক তেমনি আবার সামুদ্রিক সেই মাছের নিলাম ডেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় বিক্রি করা হয়।

Advertisements

এরই মধ্যে গত দুদিন আগে মুর্শিদাবাদে একটি বিশাল ২৩ কেজি ওজনের সিলভার কার্প মাছ এক মৎস্যজীবির জালে ওঠে। গঙ্গা থেকে বিশাল এই মাছ পাওয়া নিয়ে যখন শোরগোল তৈরি হয়েছে সেই সময়ই আবার ওপার বাংলায় আরও একটি বিশাল কাতলা মাছ মৎস্যজীবীর জালে ওঠা নিয়ে তৈরি হয়েছে শোরগোল।

Advertisements

বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দের পদ্মা নদীতে মঙ্গলবার এই বিশাল কাতলা মাছটি ওঠে এক মৎস্যজীবীর জালে। মাছটির ওজন ২১ কিলো। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার নদীতে স্থানীয় জেলে ইসহাক সর্দারের জালে মাছটি ধরা পড়েছে বলে জানা যায়।

Advertisements

বছরের একটি নির্দিষ্ট সময় ইলিশ ধরার ক্ষেত্রে ইঞ্চি ধাগা থাকার কারণে এই ধরনের বড় বড় মাছ ধরার সুযোগ তৈরি হয়। এছাড়াও বর্তমানে নদীতে জল কম থাকায় এই ধরনের বড় বড় মাছ জালে আসছে। আগামী দিনেও নদীতে জল কমতে থাকলে বড় বড় রুই, কাতলা, বোয়াল, বাগাড়, পাঙাশ-সহ দেশীয় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে জানা যাচ্ছে।

পদ্মা থেকে বিশালাকৃতির এই কাতলা মাছটি জালে আসার পর ওই মৎস্যজীবী তা নিয়ে যান মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে। মাছটি ওই ব্যবসায়ী ১৩৫০ টাকা কিলো দরে মোট ২৮ হাজার ৩৫০ টাকায় কিনে নেন। তিনি আবার এই মাছটি প্রতি কিলো ৫০ অথবা ১০০ টাকা লাভ রেখে বিক্রি করবেন বলে জানিয়েছেন।

Advertisements