শর্মিষ্ঠা চ্যাটার্জী : বর্তমান পরিস্থিতিতে চাকরির দুরাবস্থার কারণে বাধ্য হয়ে বহু শিক্ষিতই বেছে নিয়ে নানা পথ। চাকরির আশায় বসে না থেকে ব্যবসার রাস্তা বেছে নিয়ে অনেকেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তেমনই কানপুরের এক ফুচকা বিক্রেতা তোলপাড় ফেলে দিয়েছে নেটিজেনদের মধ্যে।
ফুচকা বিক্রেতা কিন্তু যথেষ্ট প্রতিভাবান ব্যক্তি। কেবলমাত্র ফুচকা বানানোর অভিনব কায়দায় নয়, ফুচকার স্বাদের জন্যও এই ফুচকাওয়ালার অন্য এক গুণের জন্য সেই ভাইরাল। ফুচকাওয়ালা বলতে পারেন নির্ভুল ইংরেজিতে কথা! একথা শুনে চমকে গেলেন তো? তাই তো দর্শকদেরও চোখ কপালে উঠে গেছে। ঝরঝরে ইংরেজি বলছেন ওই ফুচকা বিক্রেতা শুধু বলছেন নয় নির্ভুল ভাবে বলে চলেছেন।
ফুচকা বিক্রেতার এই ভিডিও প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ফুড ব্লগার গৌরব ওয়াসন। Swad Official নামক তাঁর যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে তিনি প্রথম ভিডিওটি শেয়ার করার পরই তা দেখে দর্শকদের প্রশংসার বন্যা বয়ে গিয়েছে আর তার সাথে সাথে রিয়েক্ট এর ঝড় উঠেছে ভিডিওতে।
ভাইরাল হওয়া ওই ফুচকা বিক্রেতার নাম রাহুল। তিনি ফুচকা, দহি ভাল্লার মতো জিভে জল নিয়ে আসার সব খাওয়ার তৈরি করে থাকেন তা তিনি ভিডিওতে নিজে মুখেই বলেছেন।
সম্পূর্ণ ভিডিওটিতে তাঁকে ইংরেজিতে কথা বলতে দেখা গিয়েছে। যেখানে তিনি নিজের পরিচয় হিসেবে বলেছেন, তিনি একজন স্নাতক পাশ করা ফুচকা ওয়ালা, তাঁর এই ব্যবসা বংশসূত্রেই প্রাপ্ত। তাঁর বাবা ও একজন ফুচকা বিক্রেতা থাকার কারণে এই ব্যাবসার সাথে ছোট থেকেই তাঁর পরিচিতি। সে কারণেই এই পথ সেও পরবর্তীতে বেছে নিয়েছে। কানপুরে যে দোকানটি তিনি চালান তার নাম মুরলি পাটাসে ওয়ালা।
ফুচকা বিক্রেতার এমন চমকপ্রদ ইংরেজি শুনে তো রীতিমতো কুপোকাত নেটিজেনরা। স্বপ্নেও এমন কথা কেউ ভাবেনি যে একজন সাধারণ ফুচকা বিক্রেতা এমন দুর্দান্ত ইংরেজি নির্ভুলভাবে বলতে পারে। তাই তো ভিডিওর নিচে রিয়েক্ট ও কমেন্টের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বেশিরভাগ মানুষই তাকে প্রশংসা সূচক বার্তাই দিয়েছেন কমেন্টে। সবাই এককথায় ফুচকা বিক্রেতার ইংরেজিতে অভিভূত।
কোনো কোনো ইউজার আবার সমাজের কঠিন ঠিকই তুলে ধরেছেন কমেন্টে। যে একজন শিক্ষিত গ্র্যাজুয়েট হয়েও শেষ পর্যন্ত তাকে ফুচকার ব্যবসাকে বেছে নিতে হয়েছে পেশা হিসেবে। তবে আমরা এত বিতর্কের মধ্যে না গিয়ে ওনার কল্যাণ কামনাই করবো।