খালি গলায় গান গেয়ে চমক আদিবাসী কিশোরীর, ডাক মিললো বলিউড থেকে

নিজস্ব প্রতিবেদন : একেবারে খালি গলায় নেহা কক্করের ‘ও হামসাফার’ গান গেয়ে এই আদিবাসী কিশোরী চমক দিয়েছেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় খালি গলায় তার গাওয়া গান প্রস্তুতি অনেকেই খুঁজতে শুরু করেছেন কে ভালো গাইছেন! আর এরপরেই সেই গান মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর সেই গান শুনেই হুগলির ইটাচুনা গ্রামের আদিবাসী কিশোরী চাঁদমণি হেমব্রমের সাথে যোগাযোগ করতে শুরু করেন বলিউডের তাবড় তাবড় শিল্পীরা। আর তাদের হাত ধরেই বলিউডে পাড়ি দিতে চলেছেন এই আদিবাসী কিশোরী।

সবেমাত্র দশম শ্রেণীর পড়ুয়া ওই কিশোরী। সে হুগলির ইটাচুনা গ্রাম পঞ্চায়েতের মুলটি গ্রামের বাসিন্দা। সারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠে পাঠরত সে। চাঁদমনি হেমব্রমের আরও দুই বোন রয়েছে। আর এই তিন বোনকে দশ বছর আগে হারাতে হয়েছিল তাদের বাবাকে। বাবাকে হারানোর পরেই তাদের কঠিন জীবনযুদ্ধে নামতে হয় তাদের। সংসারের হাল মা মালতি হেমব্রম ধরলেও সবার থেকে বড় হিসাবে চাঁদমনিরও একটু দায়িত্ব থেকেই যায়। যে কারণে পড়াশোনার পাশাপাশি মায়ের সাথে রোজগার ও সংসারের কাজে হাত লাগাতে হয় চাঁদমনিকে। ঘরের কাজ থেকে শুরু করে মাঠের কাজ সবকিছুতেই মাকে সাহায্য করে সে। আর তার মাঝেই চলে পড়াশোনা।

তবে অভাব-অনটন থাকলেও চাঁদমনির গানের প্রতি ছিল আলাদা আকর্ষণ। যে কারণে সবসময়ই সে হালকা মিউজিক শুনলেই নিজে নিজেই গুনগুন করতে শুরু করতো। বলাই বাহুল্য কোথাও কোনো রকম গান না শিখলেও তার কন্ঠে যেন স্বয়ং সরস্বতী বিরাজমান। যে কারণে রবীন্দ্রসঙ্গীত থেকে বলিউডের যে কোন গানই তাঁর কণ্ঠে পায় মিষ্টতা। তবে চাঁদমনির এই প্রতিভা এতদিন সুপ্ত অবস্থায় ছিল। তবে বলেনা প্রতিভা কোনদিন লুকিয়ে রাখা যায় না। আর তাই-ই ঘটল। ওই কিশোরীর এগিয়ে যাওয়ার পথে পাথেয় হয়ে দাঁড়ালেন দুর্গাপুরের ও হুগলির দুই শিক্ষক চিরঞ্জিত ধীবর ও শ্যাম হাঁসদা।

শিক্ষক শ্যাম হাঁসদা ত্রাণ বিলি করতে এসে ওই কিশোরীর গান ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। পাশাপাশি চিরঞ্জিত বাবু সেই গান তার ফেসবুক পেজে পোস্ট করতেই শুরু হয়ে একের পর এক যোগাযোগ। বলিউডের তারকারা চিরঞ্জিত বাবুর সাথে যোগাযোগ করেন। আর এই সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় ওই কিশোরীর। আর এরপর পাঞ্জাবের খ্যাতনামা শিল্পী আয়শান আদ্রির মিউজিক পরিচালনায় চাঁদমনির কণ্ঠে রিলিজ হতে চলেছে ‘জুদাইয়া বে’ গানটি। এছাড়াও ইন্ডিয়ান আইডল সিজন-১২ তে অংশগ্রহণ করবে চাঁদমণি বলেও জানা গিয়েছে। চাঁদমনি এখন শুধু অপেক্ষার স্বপ্নের উড়ানের জন্য।