নিজস্ব প্রতিবেদন : টানা কয়েক মাস ধরেই নেট দুনিয়ায় সমানভাবে জনপ্রিয়তা বজায় রেখেছে শ্রীলঙ্কার (Srilanka) সিংহলি ভাষায় ইয়োহানি ডি’ সিলভার (Yohani Diloka de Silva) গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’ (Manike mage hithe)। এই গানের জনপ্রিয়তা সমানভাবে বজায় থাকার পাশাপাশি এই গান নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন কিছু করে দেখানোর চেষ্টা শুরু হয়েছে বিশ্বজুড়ে।
কখনো কাশ্মীরি যুবতী তাদের ভাষায় এই গান গেয়েছেন, আবার কখনো বাঙালি কন্যা গানের সুর ও তাল বজায় রেখে গানের কথার পরিবর্তন এনে নতুন ধরনের গান গেয়েছেন। আবার একইভাবে এই গানকে নিয়েই রিল ভিডিও বানাতে দেখা যাচ্ছে সেলিব্রেটিদের। তবে এসবকে ছাড়িয়ে এবার একেবারে নতুন কিছু করে দেখালেন এক যুবতী।
জনপ্রিয় এই ‘মানিকে মাগে হিথে’ গানে ওই যুবতী বেলি ডান্স (Belly Dance) করেছেন। এর আগে এই গানে কেউ বেলি ডান্স করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতো সাহস পাননি। স্বাভাবিকভাবেই একেবারে নতুনত্বে মোড়া ‘মানিকে মাগে হিথে’ গানে ওই যুবতীর বেলি ডান্স তুলেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি নেট নাগরিকদের মধ্যে ওই যুবতীর পারফরম্যান্সের প্রশংসাও লক্ষ্য করা যাচ্ছে।
জানা গিয়েছে ওই যুবতীর নাম রক্ষা পর্শনানি। ওই যুবতী একজন আইটি কর্মী ছিলেন। পরবর্তীকালে তিনি নিজের পেশার পরিবর্তন করেন এবং একজন বেলি ডান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ওই যুবতীর ইনস্টাগ্রাম প্রোফাইলে অজস্র বেলি ডান্সের ভিডিও লক্ষ্য করা যায়।
ওই যুবতী এই জনপ্রিয় গানে বেলি ডান্স করে সেই ভিডিও আপলোড করার পাশাপাশি লিখেছেন, ‘গানটি গুনগুন করা বন্ধ করতে পারছি না। তেমনই এই গানে ডান্স পারফর্ম করাও বন্ধ করতে পারছি না। মানিকে মাগে হিথে গানে নাচ শেখার সময়ও অনেক মজার অভিজ্ঞতা হয়েছে।’