A woman policeman saved a four-day-old child from danger: “রাখে হরি মারে কে” কথাটি আক্ষরিকভাবে সত্যি হয়েছে চার দিনের শিশুটির জীবনে। বৃষ্টি এবং ঝড়ো হওয়ার দাপটে যখন বাড়ি চাল পর্যন্ত উড়ে যাচ্ছে, সোজা হয়ে দাঁড়ানোটাও সেই পরিস্থিতিতে খুব কঠিন। এই বিপর্যয়ের মধ্যে একরত্তি শিশুকে নিয়ে কীভাবে নিরাপদ আশ্রয়ে পৌঁছবেন, সেটাই তখন বড় প্রশ্ন তরুণীর কাছে। প্রাকৃতিক বিপর্যয়ের ভয়ে যখন সবাই ঘরের মধ্যে আটকা, ঠিক সেই সময় হাজির রক্ষাকর্তা (Lady police rescued baby)। তিনি বাঁচালেন গোটা পরিবারকে।
এক মহিলা পুলিশকর্মী (Lady police rescued baby) একরত্তি শিশু, তার মা এবং গোটা পরিবারকে এই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নিয়ে গেলেন নিরাপদ আশ্রয়ে। সাইক্লোন বিপর্যয়ের দাপটে সারা গুজরাট (Gujarat) যখন লণ্ডভণ্ড, ঠিক সেই সময়ে পুলিশ কর্মীদের এই বিপর্যয়ের হাত থেকে সাধারণ মানুষদের রক্ষা করার ভিডিও ভাইরাল হল গোটা নেট দুনিয়াতে। ভিডিওটি যথেষ্ট প্রশংসিত হয়েছে।
ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে গুজরাটের বরদা দুঙ্গারের। স্থানীয় একটি সংবাদ মাধ্যমে এই ভাইরাল হওয়া ভিডিওটি সম্প্রসারিত হয়েছিল যা নিজের টুইটারে শেয়ার করেন গুজরাটের বন ও পরিবেশ মন্ত্রী মুলু আয়ার বেরা। নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে যে ভিডিও তাতে দেখা যাচ্ছে যে, এক মহিলা পুলিশকর্মীর (Lady police rescued baby) কোলে এক সদ্যজাত শিশু, তাঁর পিছনে হেঁটে আসছেন শিশুটির মা ও পরিবারের বাকিরা। ঘূর্ণিঝড় “বিপর্যয়” ভালো রকম প্রভাব ফেলেছে গুজরাটের উপর। সেই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকেই ক্ষুদে শিশু ও তার পরিবারকে বাঁচিয়ে নিরাপদ আশ্রয় নিয়ে গেলেন এই মহিলা পুলিশ কর্মী।
সূত্রের মাধ্যমে জানা গেছে যে, চলতি সপ্তাহের শেষের দিকে, চার দিন আগে ওই শিশুর জন্ম হয়। আসন্ন ঘূর্ণিঝড়ের সতর্কতা পেয়েছিল গোটা গুজরাট, কিন্তু কীভাবে ওই সদ্যজাতকে নিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছবে তা বুঝতে পারছিল না শিশুটির পরিবার। ঠিক সেই মুহূর্তেই ওই মহিলা পুলিশ কর্মী (Lady police rescued baby) এগিয়ে আসে শিশুটি এবং তার পরিবারের রক্ষাকর্তা হিসাবে। প্রশাসন ব্যবস্থা সাধারণ মানুষের সাহায্যের জন্য সবসময় তৎপর, এমনটাই জানিয়েছেন রাজ্যমন্ত্রী।
"સેવા થકી સુરક્ષા સુનિશ્ચિત કરવા ભાણવડનું પ્રશાસન તંત્ર સજગ છે."
પોલીસ તંત્ર દ્વારા બિપરજોય વાવાઝોડાની સ્થિતિને ધ્યાનમાં લેતા બરડા ડુંગરમાં ચાર દિવસ પહેલા પ્રસૂતિ થયેલી માતાને બાળક સાથે સુરક્ષિત સ્થળે સ્થળાંતરિત કરવામાં આવી.#CycloneBiporjoy pic.twitter.com/zF3tSyW9Pc
— Mulubhai Bera (@Mulubhai_Bera) June 15, 2023
গত বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়েছিল গুজরাটের কচ্ছ্ব উপকূলে। এমনকি এই ঘূর্ণিঝড়ে দুইজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই ঝড়ে আহত হয়েছে মোট ২২ জন। ঘূর্ণিঝড় বিপর্যয়ের ফলে বহু গাছ ও ইলেকট্রিক খুঁটি নষ্ট হয়েছে। আজ বিকেলের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে।