মাছ নাকি অন্য কিছু! আকার দেখেই থতমত খেলেন জেলেরা! তবে দাম উঠলো সামান্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় রাজ্যের নদী নালা খাল বিল থেকে বিভিন্ন ধরনের মাছ উঠতে দেখা যায় মৎস্যজীবীদের জালে। এই সকল মাছের মধ্যে আবার বেশ কিছু মাছ আকার আকৃতিতে এতটাই বড় হয় যে সেগুলি সংবাদের শিরোনামে চলে আসে। বছরের বিভিন্ন সময় এই ধরনের বিশালাকৃতির মাছ (Giant Fish) মৎস্যজীবীদের জালে উঠতে দেখা যায় দীঘায় (Digha)।

Advertisements

পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনায় যে মৎস্য নিলাম কেন্দ্র রয়েছে সেই মৎস্য নিলাম কেন্দ্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাছ আসতে দেখা যায় নিলামের জন্য। কখনো সেখানে নিলামের জন্য আনা হয় লক্ষ লক্ষ টাকা দামের তেলিয়া ভোলা, কখনো আবার আনা হয় শংকর মাছ ইত্যাদি। আর এবার এই মৎস্য নিলাম কেন্দ্রে দেখা গেল বিশালাকৃতির একটি কই ভোলা মাছ। মাছটির ওজন এতটাই বেশি ছিল যে রীতিমতো থতমত খেতে হয়েছে মৎস্যজীবীদের। পাশাপাশি এই মাছের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা সেখানে ভিড় জমান, পড়ে যায় ছবি তোলার হিড়িক।

Advertisements

বিশালাকৃতির এই কই ভোলা মাছটি মঙ্গলবার দীঘার মোহনার নিলাম কেন্দ্রে আনা হয় এবং সেখানে নিলামে তোলা হয়। নিলামের আগে মাছটির ওজন দাঁড়ায় ১১০ কেজি। সাধারণত দীঘা মোহনায় এই ধরনের মাছ নিলামে খুব কমই আসে। এই ধরনের মাছ গভীর সমুদ্রে পাওয়া যায়। সাধারণত পারাদ্বীপ সমুদ্র এলাকায় কই ভোলা মাছ পাওয়া যায় বলে জানা যাচ্ছে মৎস্যজীবীদের সূত্রে। এই মাছ আবার অধিকাংশ সময় বাংলাদেশে রপ্তানি করা হয়ে থাকে।

Advertisements

এদিন দীঘা নিলাম কেন্দ্রে নিলামে চড়ানোর পর এই মাছটি অসীম কুন্ডু নামে এক ব্যবসায়ী কিনে নেন। তিনি জানিয়েছেন, মাছটির ওজন ছিল ১১০ কেজি এবং তিনি এই মাছ নিলামে কিনে নিয়েছেন। সচরাচর গভীর সমুদ্রে বড় বড় ট্ৰলারে এই ধরনের মাছ উঠে থাকে। এই মাছ বাংলাদেশের রপ্তানি করা হয়। সব সময়ই এই ধরনের মাছ পাওয়া যায় না। খুব কম সময়ে এই ধরনের মাছ পাওয়া যায়।

তবে এত বড় এবং বিশালাকৃতির এই মাছের দাম যা উঠেছে তা হল মাত্র ২৫ হাজার টাকা। অন্যান্য ক্ষেত্রে তেলিয়া ভোলা বা অন্য ধরনের বিশালাকৃতির সব মাছের দাম অনেক বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে ১১০ কিলো ওজনের কই ভোলা মাছটির দাম ২৫ হাজার টাকা ওঠায় তা কম বলেই দাবি করছেন মৎস্যজীবীরা। আবার এই ধরণের মাঝে যে খুব বেশি দামও পাওয়া যায় তাও নয়।

Advertisements