Electricity Bill: বাকি থাকা বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে খোয়া গেল ৯৯ হাজার টাকা

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা: এখনকার দিনে বড় সংখ্যা গ্রাহকরা রয়েছেন যারা বিদ্যুতের বিল (Electricity Bill) অনলাইনে দিয়ে থাকেন। তবে অনলাইনে বাকি থাকা বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে ৯৯ হাজার টাকা খোয়া যাবে তা কখনোই ভেবে উঠতে পারেননি এক ব্যক্তি। ভেবে উঠতে না পারলেও তার সঙ্গে এমনটাই ঘটেছে। যে কারণে বকেয়া বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে সবসময় সতর্ক থাকতে হবে।

Advertisements

বকেয়া বিদ্যুতের বিল জমা দিতে গিয়ে ৯৯ হাজার টাকা খোয়া যাওয়ার এমন ঘটনা যার সঙ্গে ঘটেছে তিনি বেহালার আদর্শ পল্লীর বাসিন্দা প্রকাশ বণিক। তার সিইএসসির কানেকশন রয়েছে। তবে তার এইভাবে ৯৯ হাজার টাকা খোয়া যাওয়ার পিছনে সিইএসসি-র কোন হাত নেই। পুরোটাই ঘটেছে ওই ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্ক না থাকলে আপনার সঙ্গেও এমনটা হতে পারে।

Advertisements

আসলে প্রশান্ত বণিকের মোবাইল নম্বরে প্রথমে একটি মেসেজ আসে বিদ্যুতের বিল বকেয়া রয়েছে এমনটাই। এরপর তার কাছে আসে অচেনা একটি নম্বর থেকে ফোন। যে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, বিদ্যুতের বিল জমা দেওয়া হয়নি। এমন ফোনের জবাবে প্রশান্ত বণিক জানান, তিনি আগেই বিল জমা দিয়েছেন। কিন্তু অপর প্রান্ত থেকে যেভাবে তাকে ঘেঁটে দেওয়া হয় তাতে তিনি রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যান।

Advertisements

আরও পড়ুন : WBSEDCL Electric Bill: ইলেকট্রিক বিলের নিয়মে বদল, নতুন পদ্ধতি চালু হলেই স্বস্তি পাবেন গ্রাহকরা

এরপরই আচমকা ফোন করা ব্যক্তি প্রশান্ত বাবুর ইউপিআই আইডি চান। বিদ্যুতের বিল জমা দেওয়া নিয়ে ঘেঁটে থাকা প্রশান্ত বাবু শেষমেষ কিছু বুঝতে না পেরে নিজের ইউপিআই আইডি দিয়ে দেন। আর ইউপিআই আইডি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। টাকা কাটার মেসেজ আসতেই প্রশান্ত বণিক রীতিমতো চমকে যান। এমন ঘটনায় কিছু বুঝতে না পেরে প্রশান্ত বণিক তড়িঘড়ি বেহালা থানার দ্বারস্থ হয়ে সাইবার অপরাধের মামলা রুজু করেছেন।

এক্ষেত্রে মনে রাখতে হবে, ডাবলুবিএসইডিসিএল হোক অথবা সিইএসসি, কেউই এইভাবে কোন গ্রাহককে বকেয়া বিল জমা দেওয়া হয়নি অথবা দিতে হবে এমন ফোন করে না। বকেয়া বিল সংক্রান্ত মেসেজ তাদের তরফ থেকে দেওয়া হয় গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে, তবে সেই যে নম্বর থেকে এমন মেসেজ পাঠানো হয় তাতে সংস্থার নাম উল্লেখ থাকে। যেমন WBSEDCL এই ধরনের মেসেজ পাঠালে ‘VA-WBSEDC’, ‘VK-WBSEDCL’ এরকম লেখা থাকে। আর সাইবার প্রতারণা থেকে বাঁচতে কখনোই অপরিচিত কোন ব্যক্তিকে অ্যাকাউন্ট বা আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো তথ্য দেওয়া উচিত নয়।

Advertisements