সততার জ্বলন্ত উদাহরণ, টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিলেন ব্যবসায়ী

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মন্ডল : বর্তমান সময়ে ব্যবসা হোক অথবা অন্যকিছু, সবক্ষেত্রেই সততা নিয়ে প্রশ্ন ওঠে। আর এই সততা নিয়ে প্রশ্ন উঠলেও এমন কিছু মানুষ এখনও রয়েছেন যারা সবসময় সততার জ্বলন্ত উদাহরণ হয়ে নজির সৃষ্টি করে চলেছেন। ঠিক এমনই এক ঘটনা ঘটলো রবিবার বীরভূমে। টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়েও সৎ প্রচেষ্টাই এবং সততার নজির রেখে সেই টাকার ব্যাগ ফিরিয়ে দিলেন এক ব্যবসায়ী।

Advertisements

জানা গিয়েছে, রবিবার বোলপুর শান্তিনিকেতনের বাহাদুরপুর গ্রামের এক বাসিন্দা সমরেশ পাল সিউড়ি আসছিলেন আত্মীয়ের বাড়ি। সে সময় বেহিরা গ্রামের কাছে তার বাইক থেকে কোন কারণে তার সাথে থাকা প্রায় ৩০ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ পরে যায়। ওই রাস্তা দিয়েই সিউড়ির শেখ আনোয়ার নামে একজন ব্যবসায়ী যাওয়ার সময় ওই ব্যাগটি দেখতে পান।

Advertisements

শেখ আনোয়ার টাকা ভর্তি ওই ব্যাগ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সিউড়ি থানায় বিষয়টি জানিয়ে রাখেন এবং পরে টাকার ব্যাগ সিউড়ি থানায় জমা করেন। অন্যদিকে তিনি বেহিরা গ্রামের স্থানীয় বাসিন্দাদের নিজের ফোন নম্বর দিয়ে আসে এবং বলে আসেন যদি কেউ টাকার খোঁজ করে তাহলে যেন তার নম্বরে ফোন করা হয়।

Advertisements

পরবর্তী ক্ষেত্রে সমরেশ পাল হারানো টাকার খোঁজাখুঁজি করতে থাকলে কেউ একজন তাকে শেখ আনোয়ারের ফোন নম্বর দেয়। পাশাপাশি সমরেশ বাবু যোগাযোগ করেন সিউড়ি থানার আইসির সাথে। আর এর পরেই তিনি জানতে পারেন তার হারিয়ে যাওয়া টাকা সুরক্ষিত অবস্থায় রয়েছে সিউড়ি থানায়। পরে সমরেশ বাবু সিউড়ি থানা থেকে ওই টাকা ফেরত নিয়ে যান।

[aaroporuntag]
হারিয়ে যাওয়া টাকা সঠিক সময়ে সঠিকভাবে ফিরে পাওয়ার পর সমরেশ পাল আনোয়ার বাবুকে ধন্যবাদ জানানোর পাশাপাশি জানিয়েছেন, “খুব ভালো লাগছে, কারণ এমন ব্যক্তির উদাহরণ এখনো আছে।”

Advertisements