লাইন এড়িয়ে টিকা নিতে পিছনের গলি, হাসির রোল নেট দুনিয়ায়

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করতে দেশের সর্বত্র চলছে টিকাকরণ। তবে পর্যাপ্ত টিকার অভাবে দেশের প্রায় প্রতিটি রাজ্যের প্রতিটি জায়গায় ভিড় লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই ভিড় এড়ানোর জন্য নানান পদক্ষেপ বেছে নিচ্ছেন। যেমন রাত থেকে লাইন দেওয়া, ইঁট-পাটকেল দিয়ে লাইন দেওয়া ইত্যাদি। তবে এসবের মাঝেই লাইন এড়িয়ে এক ব্যক্তিকে যেভাবে পিছনের গলি দিয়ে টিকা নিতে দেখা গেল, তা দেখে রীতিমতো হাসির রোল নেট দুনিয়ায়।

তরুণ ত্যাগী নামে জনৈক এক ব্যক্তির ফেসবুক প্রোফাইল থেকে এমন একটি ভিডিও শেয়ার করা হয়েছে। মাত্র ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি টিকা নেওয়ার লম্বা লাইন এড়িয়ে পিছনের গলিতে পৌঁছে গিয়েছেন। সেখানে থাকা জানলা দিয়ে তিনি দিব্যি ভ্যাকসিন নিয়ে বেরিয়ে চলে এলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ভ্যাকসিন নেওয়ার সময় ওই ব্যক্তির হাত ঠিকমতো ঠিকঠাক জায়গায় পৌঁছাচ্ছিল ছিল না। আর সেই সময় তিনি তার হাত ঠিকঠাক পৌঁছানোর জন্য দুটি দেওয়ালে ভর দিয়ে দিব্যি জানলার কাছে হাত পৌঁছে দিলেন।

তবে এমন চতুর পদ্ধতি দেখে যেমন নেট দুনিয়ায় হাসির রোল লক্ষ্য করা গিয়েছে ঠিক তেমনি নিন্দার ঝড়ও বইছে। কারণ ওই স্বাস্থ্য কেন্দ্রে থাকা কোন কর্মীর যোগসাজশ না থাকলে ওই ব্যক্তি তো আর এইভাবে এই লাইন এড়িয়ে টিকা নেওয়ার সাহস করতেন না। আর এই যোগসাজশ না থাকলে কি আর কেউ ওই ব্যক্তির হাতে জানলার ফাঁক দিয়ে সিরিঞ্জ ফুটিয়ে টিকা দিয়ে দেয়!