নিজস্ব প্রতিবেদন : কালজয়ী শোলে সিনেমায় বিরু বাসন্তীর জন্য গ্রামের উঁচু জলের ট্যাঙ্কে উঠে পড়েছিলেন। গোঁসা করে জলের ট্যাঙ্কে উঠে যাওয়া এবং তার পরের মুহূর্ত আশা করি সকলের মনে আছে যারা এই সিনেমাটি দেখেছেন। তবে এবার সেই সিনেমারই হুবহু ছবি ধরা পরলো রাজস্থানে। যেখানে এক ৬০ বছর বয়সী বৃদ্ধকে গোঁসা করে বৈদ্যুতিক খুঁটিতে চাপতে দেখা গেল। কারণ তার পরিবার ওই বৃদ্ধের দ্বিতীয় বিয়ে দিতে নারাজ।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঢোলপুর জেলার মাধাভাও গ্রামে। যে মুহূর্তকে ক্যামেরাবন্দী করেন ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা। আর সেই ক্যামেরাবন্দি হওয়া মুহূর্ত পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।
জানা গিয়েছে, ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ হলেন সবরণ সিংহ। তার স্ত্রী মারা গিয়েছেন ৪ মাস আগে। তবে তার রয়েছে ৫ সন্তান। আর এই পাঁচ সন্তানের প্রত্যেকের বিয়ে হয়ে গেছে এবং প্রত্যেকের আবার সন্তানও রয়েছে। আর এমত পরিস্থিতিতেই ওই বৃদ্ধের দ্বিতীয় বিয়ে করার সখ জাগে। কিন্তু বাবার দ্বিতীয় বিয়ে দিতে রাজি হননি সন্তানরা। আর তারপরই এমন কাণ্ড ঘটান ওই বৃদ্ধ।
সন্তানরা বাবার দ্বিতীয় বিয়ে দিতে রাজি না হওয়ায় ওই বৃদ্ধ দ্বিতীয় বিয়ের গোঁসা করে গ্রামের ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুঁটিতে চেপে পড়েন। আর সেখান থেকেই শুরু হয় তার প্রতিবাদ। সেখান থেকেই তাকে বলতে দেখা যায়, ‘বিয়ে না দিলে তার ছুঁয়ে দেবেন।’
আর এমন বেগতিক পরিস্থিতি দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। সন্তানেরা তাকে নিচে নেমে আসার অনুরোধ করলেও তিনি নেমে আসেন নি। এরপর পরিবারের লোকজন অগত্যা খবর দেন পুলিশকে। পাশাপাশি নিকটবর্তী বিদ্যুৎ সরবরাহ অফিসে খবর দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
[aaroporuntag]
আর এরপরও প্রায় ঘন্টা খানেক চলে নাটক। তারপর এক যুবক খুঁটি বেয়ে ওঠে ওই বৃদ্ধকে নামিয়ে আনেন। আর তারপর ওই বৃদ্ধকে প্রেমিকা আছে কিনা সেই প্রশ্ন করা হলে তিনি আবার উত্তর দেন ‘না’। তাহলে কাকে বিয়ে করবেন? তার উত্তরে আবার ওই বৃদ্ধ জানান, ‘যাকে খুশি বিয়ে করতে পারি। আমার একজন সঙ্গী চাই’।