চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়লেন ব্যক্তি, ব্রেক কষে প্রাণ বাঁচালেন চালক

নিজস্ব প্রতিবেদন : অসাবধানতাবশত ভারতে ট্রেন দুর্ঘটনায় অজস্র মানুষের প্রাণ যায়। ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অথবা তাড়াহুড়ো করে ট্রেনে চাপতে গিয়ে এমন সব দুর্ঘটনা ঘটে থাকে। এইসকল দুর্ঘটনায় অনেক ক্ষেত্রে আবার পুলিশি এবং যাত্রীদের তৎপরতায় বেঁচে যাই ঐ সকল দুর্ঘটনাগ্রস্তদের প্রাণ। তবে যদি কেউ চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়েন তাহলে পরিস্থিতিটা কি হতে পারে বুঝতেই পারছেন!

সম্প্রতি ভারতীয় রেলের তরফ থেকে একটি ভিডিও তাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে কোন এক ব্যক্তি হঠাৎ একটি ট্রেন দ্রুতগতিতে আসার সময় সেই ট্রেনের সামনে লাইনে শুয়ে পড়লেন। ভিডিও দেখে স্পষ্ট ওই ব্যক্তি কী উদ্দেশ্য নিয়ে এইভাবে চলন্ত ট্রেনের সামনে রেললাইনে শুয়ে পড়েছিলেন। তবে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হয়নি একমাত্র ওই ট্রেনের চালকের তৎপরতায়।

ট্রেনের ওই চালক ঘটনাটি দেখতে পেয়ে আগাম এমার্জেন্সি ব্রেক কষে ওই ব্যক্তির থেকে বেশ কয়েক মিটার দূরেই ট্রেনটি থামিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় শোরগোল। তবে ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে ট্রেন থেমে যাওয়ার পরেও ওই ব্যক্তি কিন্তু রেললাইনের উপর শুয়েই রয়েছেন। এরপর ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন রেলপুলিশের দল। তারপর তারা ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে যায়।

হাড়হিম করা এমন ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের শিবদি স্টেশন সংলগ্ন রেল লাইনে। সম্পূর্ণ ঘটনার ভিডিও সিসিটিভি ক্যামেরায় বন্দী হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রেল মন্ত্রকের তরফ থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি তারা ওই ট্রেনের চালক এর প্রশংসা করেছেন। লিখেছেন, “মুম্বইয়ের শিবদি স্টেশনের একটি ঘটনায় প্রশংসনীয় কাজ করেছেন ট্রেনের মোটরম্যান। রেল লাইনে এক ব্যক্তি শুয়ে পড়েছিলেন, এমার্জেন্সি ব্রেক কষে গাড়ি থামিয়ে ওই ব্যক্তিকে বাঁচিয়েছেন মোটরম্যান তথা চালক। মনে রাখবেন, আপনার জীবন অমূল্য, বাড়িতে কেউ আপনার জন্য অপেক্ষা করছেন।”

রেললাইনের ওপর এইভাবে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে শুয়ে পড়ার এই ঘটনায় ট্রেনের চালক কিভাবে ট্রেন থামিয়ে ওই ব্যক্তির জীবন বাঁচিয়েছেন, সেই ঘটনা স্বাভাবিকভাবেই প্রশংসা করেছে আমজনতার। যে কারণে ইতিমধ্যেই এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন।