নিজস্ব প্রতিবেদন : বর্তমান ডিজিটাল যুগে দেশের অধিকাংশ মানুষের কাছে পৌঁছে গিয়েছে স্মার্ট ফোন। এই স্মার্ট ফোন পৌঁছে যাওয়ার পাশাপাশি পৌঁছে গিয়েছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া। ঝড়ের গতিতে প্রতিদিন বাড়ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভিডিও আপলোড হচ্ছে এই সামাজিক মাধ্যমে। সেই সকল ভিডিওগুলির মধ্যে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলি আলাদাভাবে নজর কাড়ছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের। সোশ্যাল মিডিয়ার দর্শকদের নজর কাড়ার পাশাপাশি সেগুলি সহজেই ভাইরাল হয়। ভাইরাল হওয়া এই সকল ভিডিওর মধ্যে ছোটদের দুষ্টুমি, পশুপাখিদের খুনসুটি এবং বেশ কিছু ভিডিও থাকে প্রতিভাবানদের অথবা অবাক করা। সম্প্রীতি সেইরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা না দেখলেই মিস করতে হবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তার উপর দিয়ে একটি মোটর বাইক ছুটে চলেছে। সেই মোটর বাইকের পিছনে পাগড়ীওয়ালা এক পাঞ্জাবি বসে রয়েছেন। তিনি বসে দিব্যি ফোন করতে করতে চলেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই মোটরবাইকের চালকের আসনে কেউ নেই।
একটি instagram অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। আপলোড হওয়া ভিডিওটি ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন। আর সেই ভিডিও দেখেই সবাই অবাক হচ্ছেন। সবার মধ্যেই একটি প্রশ্ন, কোন চালক না থাকা সত্তেও কিভাবে ওই মোটর বাইকটি রাস্তায় এইভাবে ছুটে চলেছে! অনেকেই তো আবার এই ভিডিওটি দেখে Mr. India সিনেমার কথা স্মরণ করাচ্ছেন।
এক্ষেত্রে বলে রাখা ভালো, ব্যালেন্সের মাধ্যমে এই ধরনের কাজ করে থাকেন অনেকে। তবে পারদর্শীরা ছাড়া এই কাজ অন্য কারোর করা উচিত নয়। কারণ যেকোনো সময় এই ধরনের কলাকৌশল দেখাতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন চালকরা। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘন হয় এইভাবে কলাকৌশল দেখাতে গিয়ে।