হাওড়ায় বিশালাকৃতির নড়ে ভোলা মাছ, অবাক হবেন দাম শুনলে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্ষার মরশুম শেষ হয়ে গেলেও রাজ্যের মৎস্যজীবীরা নিরাশ হয়ে ফিরছেন না। সাগর নদী সহ বিভিন্ন জায়গায় মাছ ধরতে জাল ফেললেই তাদের জালে উঠছে একের পর এক বিশালাকৃতির নামিদামি মাছ। সেই সকল নামিদামি মাছের দাম লটারির মত ভাগ্য ফেরাচ্ছে ওই মৎস্যজীবীদের। স্বাভাবিকভাবেই উজ্জ্বল হাসি দেখা যাচ্ছে মৎস্যজীবীদের চোখে মুখে।

Advertisements

গত কয়েকদিন ধরেই লাগাতার দীঘা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া এই সকল জায়গায় বড় বড় মাছ উঠতে দেখা যাচ্ছে মৎস্যজীবীদের জালে। মৎস্যজীবীদের জালে ওঠা সেই সকল মাছের দামও তুলনামূলক অনেক বেশি পাওয়া যাচ্ছে সাধারণ মাছের তুলনায়। আবার যে সকল মাছ ঔষধ তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তাদের দাম উঠছে আকাশছোঁয়া।

Advertisements

গত কয়েক দিনের ধারাবাহিকতা বজায় রেখে এবার হাওড়ার এক মৎস্যজীবীর জালে উঠল বিশালাকৃতির একটি নড়ে ভোলা মাছ। সোমবার স্থানীয় এক মৎস্যজীবী দিব্যেন্দু মন্ডল রূপনারায়ণ নদীতে মাছ ধরতে নামলে এই মাছটি তার জালে ওঠে। বিশালাকৃতির এই নড়ে ভোলা মাছ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই মৎস্যজীবী দিব্যেন্দু মন্ডল।

Advertisements

দক্ষিণ ২৪ পরগনায় দিন কয়েক আগে ২৫ কেজি ওজনের কয়েক ডজন নড়ে ভোলা মাছ পাওয়া গিয়েছিল। সেই সকল মাছ এক হাজার টাকা কিলো দরে বিক্রি হয়েছিল। আর সোমবার যে মাছটি স্থানীয় মৎস্যজীবীর জালে ওঠে সেই মাছটির ওজন ছিল ১৪ কেজি এবং তিনি এর জন্য দাম পান ১০০০০ টাকা।

জানা গিয়েছে ওই মৎস্যজীবী গাদিয়াড়ার একটি মাছের আড়তে দিব্যেন্দু মন্ডল এই মাছ বিক্রি করেন। এলাকার মানুষদের তরফ থেকে জানানো হয়েছে দিন কয়েক ধরেই রূপনারায়ন নদীতে বড় বড় সাইজের মাছ উঠছে। এরকম মাছ যদি লাগাতার ওঠে তাহলে মৎস্যজীবীরা অনেক উপকৃত হবেন বলে মনে করছেন তারা।

Advertisements