হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লো দীর্ঘদিনের পুরাতন ভগ্নপ্রায় বাড়ির একাংশ, আহত ১

চন্দন কর্মকার : হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি বহু পুরাতন ভগ্নপ্রায় দ্বিতল বাড়ির একাংশ। দ্বিতল ওই বাড়ির সামনের অংশ ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় আহত একজন, যাকে চিকিৎসার জন্য ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ, দমকল বাহিনী ও পৌর কর্মকর্তারা।

মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের সোনাপট্টির হাটতলা মোড়ে। সেখানে থাকা একটি দীর্ঘদিনের পুরাতন দোতলা বাড়ির একাংশ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দোতলা বাড়ির নিচে বেশ কয়েকটি দোকান ছিল। এদিন সন্ধ্যাবেলায় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বাড়ির একাংশ। বাড়ির একাংশ ভেঙে আহত হয় এক ব্যক্তি।

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিশ থেকে দমকল বাহিনী।ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সাঁইথিয়া পৌরসভার পৌরপতি বিপ্লব দত্ত ও অন্যান্য কর্তাব্যক্তিরা। পুরাতন ওই বাড়ির একাংশ ভেঙে পড়ার আটকে থাকা অংশ ভেঙে ফেলার কাজ চালাচ্ছে দমকল বাহিনী।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেরামতি ছাড়াই রয়েছে এই পুরাতন ভগ্নপ্রায় বাড়িটি। যে বাড়ির নিচে রয়েছে বেশ কয়েকটি সোনার দোকান। যদিও বাড়ির মালিক জয়দীপ গুঁইনের দাবি, “এই বাড়িতে বসবাসকারী লোকজন দীর্ঘদিন ধরে ভাড়া বকেয়া রেখে বাড়ি তালাবন্ধ করে কলকাতা অথবা অন্য কোন জায়গায় বসবাস শুরু করেছে। যে কারণে আমরা বাড়ির মেরামতির কাজে হাত দিতে পারিনি।”