নিজস্ব প্রতিবেদন : পথ নিরাপত্তার জন্য বিশ্বের প্রতিটি দেশেই যানবাহন চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম জারি করা হয়। সেই সকল নিয়ম অমান্য করে যানবাহন চালানো হলে জরিমানার সম্মুখীন হতে হয় চালক অথবা গাড়ির মালিককে। তবে আইন অমান্য করেও এক ব্যক্তি একের পর এক ট্রাফিক জরিমানা এড়িয়ে যাচ্ছিলেন। যদিও শেষ পর্যন্ত ধরা পড়ে যান ওই ব্যক্তি।
বুদ্ধি খাটিয়ে একের পর এক ট্রাফিক জরিমানা এড়িয়ে যাওয়া ওই ব্যক্তি আসলে একজন চোর। আর এই পুরো ঘটনাটি ঘটেছে আবুধাবিতে। সেখানে এক মহিলার একটি গাড়ি চুরি করে নিয়ে যায় ওই ব্যক্তি। তবে চুরির পরেও ওই চোর যে ঘটনা ঘটান তা রীতিমতো অবাক করেছে প্রত্যেককে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই ব্যক্তি গাড়িটি চুরি করার পর একের পর এক ট্রাফিক আইন লঙ্ঘন করেন। ট্রাফিক আইন লঙ্ঘন করার পরিপ্রেক্ষিতে গাড়ির নম্বর ধরে জরিমানার অংক পাঠাতে শুরু করে ট্রাফিক পুলিশ আসল মালিকের কাছে। আবু ধাবিতে ট্রাফিক নিয়ম অমান্য করলে জরিমানার অংক বেশি হওয়ার কারণে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৫০৮০০০ দিরহাম।
এরপর ওই মহিলার থেকে অভিযোগ পেয়ে ট্রাফিক পুলিশ তড়িঘড়ি ওই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য ব্যবস্থা গ্রহণ করে এবং শেষ পর্যন্ত তাকে ধরে ফেলা হয়। ওই ব্যক্তিকে গ্রেফতার করার পর আবু ধাবির ফৌজদারী আদালতে তাকে পেশ করা হলে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ৫০০ দিরহাম আর্থিক জরিমানা করা হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সবসময় মনে রাখতে হবে, নিজেদের চারচাকা হোক অথবা দু’চাকা, চুরির ঘটনা ঘটলেই তড়িঘড়ি পুলিশের কাছে চুরির বিষয়ে ইনফর্ম করতে হবে। তা না হলে আপনার গাড়ি নিয়ে যদি ওই চোর কোনরকম আইন বিরুদ্ধে কাজ করে থাকেন তাহলে তার দায়ভার আপনার উপরই যাবে।